নির্বাচন সুষ্ঠু হলে আমার জয় নিশ্চিত: আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) ভোট দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (১৬ জানুয়ারি) শহরের ১৬ নং ওয়ার্ডের শিশু বাগ স্কুলে ভোট দেন তিনি।
বেলা ১১.১৫ মিনিটের দিকে ভোট দেওয়ার পর আইভী বলেন, "নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে আমি নিশ্চিত যে আমার জয় হবেই।"
আইভী আরও জানান, ইভিএমের কারণে কিছু কিছু কেন্দ্রে ধীরগতিতে ভোট গ্রহণ চলছে।
"এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে। তবে আমি জানিনা সামনে কি হবে। আমি চাই ভোটাররা দ্রুত ভোট দিয়ে যাক", বলেন আইভী।
এদিকে দিনের শুরুতেই নারায়ণগঞ্জের জামতলা ঈদ্গাহ এলাকার ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
তৈমুর বলেন, "আমি এক লাখেরও বেশি ভোটে জয়লাভ করবো। এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে, ভোট গণনার পর বাকিটা বোঝা যাবে।"
নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। শহরের ১৯২টি কেন্দ্রের ১৩৩৩টি পোলিং বুথে তারা নিজেদের ভোট প্রদান করবেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর ২০১১ ও ২০১৬ সালে প্রথম দুটি নির্বাচনেই মেয়র হিসেবে জয়লাভ করেন সেলিনা হায়াত আইভী। এর আগে তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।
এবারের নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে মেয়র, নয়জন নারী কাউন্সিলর এবং ২৭ জন ওয়ার্ড কাউন্সিলরের ভাগ্য।
দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াৎ আইভী যদি এবারও বিজয়ী হন, তাহলে তৃতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি। অন্যদিকে তৈমুর আলম খন্দকার যদি বিজয়ী হন, তাহলে ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের 'বৈধতা' নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে বিরোধী দলগুলো।
এদিকে বিকালে শহরের আদর্শ স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।