করোনায় একদিনে ৩৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১২,১৯৩
একদিনে ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী রোগ কোভিড-১৯। বুধবার সকাল ৮টা নাগাদ গেল ২৪ ঘন্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ১৯৩ জনের।
এছাড়া, ৪৪ হাজার ৪৫১ নমুনা পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭.৪৩ শতাংশে।
গত মঙ্গলবার ৩১ জনের মৃত্যু ও ১৩ হাজার ১৫৪ জন করোনাভাইরাস আক্রান্তকে শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবারের সংখ্যা যোগ হয়েছে দেশে এপর্যন্ত করোনা মহামারিতে মৃত ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২৮ হাজার ৪৬১ এবং ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে।
কোভিডজনিত কারণে আজ যাদের মৃত্যুর কথা জানানো হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১৩ জন, রাজশাহীর ৬, চট্টগ্রামের পাঁচ, খুলনার ৭, বরিশালের ৩ জন। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এছাড়া, ভাইরাসজনিত রোগটি থেকে গেল ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৪ হাজার ২০৩ জন, সুস্থতার হার ৮৬.৩৫ শতাংশ।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চে। প্রথম মৃত্যুর ঘটনা জানানো হয় ওই মাসেরই ১৮ তারিখে।