শনাক্তের হার নেমে এলো ১০ শতাংশে
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের দেহে।
একই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৫৪৭ জনের এবং শনাক্তের হার (পজিটিভিটি রেট) নেমে এসেছে ১০ দশমিক ২৪ শতাংশে।
আগেরদিন বুধবার (১৬ ফেব্রুয়ারি) দেশে করোনায় মৃতের সংখ্যা ছিল ১৫ এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯২৯ জনের দেহে।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯০৭ জনে; একই সময়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ জনের, রাজশাহীতে ৫ জনের, খুলনায় ৪ জনের, চট্টগ্রামে ২ জনের এবং সিলেট ও রংপুরে বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১ হাজার ৮০০ জন।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং একই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।