সুন্দরবনে দেখা মিললো একসঙ্গে তিন বাঘের!
ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে একসঙ্গে তিনটি বাঘের দেখা মিলেছে। এমন বিরল দৃশ্য উপভোগ করেছেন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। এ বিষয়টি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন টিমের সদস্য মফিজুর রহমান চৌধুরী।
গত বৃহস্পতিবার গহীন সুন্দরবনে দায়িত্বরত স্মার্ট পেট্রোল টিমের সামনে ধরা পড়ে নয়নাভিরাম সুন্দরবনের এক অপরূপ দৃশ্য। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
'বন অধিদপ্তরের বন সংরক্ষক, খুলনা অঞ্চল, খুলনা ও বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার নির্দেশে সুন্দরবনে বন্যপ্রাণী অভয়ারণ্যসমূহে নিয়মিত টহলকার্য, বন্যপ্রাণী পর্যবেক্ষণ ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা। টহল দল সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যে একসাথে মা ও দু'টি বাচ্চাসহ মোট ৩টি বাঘ দেখতে পায়। এ নিয়ে সুন্দরবনে আমি সরাসরি ৪ বার বাঘের সাক্ষাৎ পেয়েছি।
তবে আরো ৫ বার বাঘ না দেখলেও তার চেয়ে মজাদার কিছু অভিজ্ঞতা, যেমন বাঘ হরিণকে শিকার করার জন্য তাড়া করছে। আমরা টিমের সদস্যরা কান খাড়া করে তা শোনা। আমি নিজেকে ভাগ্যবানই বলতে পারি, কারণ ২০১৩ সালের ৪ নভেম্বর একসাথে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও স্ত্রী বাঘ দেখতে পাই প্রায় ৩০ মিনিট ধরে। (২৪ ফেব্রুয়ারি) ৩টি বাঘ দেখলাম প্রায় ২৫ মিনিট ধরে। তবে আফসোস রয়ে গেলো ভালো একটি ক্যামেরা না থাকার। সুন্দরবনে বর্তমানে দক্ষ ও কঠোর বন ব্যবস্থাপনার ফলে অতীতের যেকোন সময়ের চেয়ে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হয়।
তিনি আরও লিখেছেন, গত ১ সপ্তাহে বন অধিদপ্তরের কর্মীরা ৩ বার বাঘ দেখতে পেয়েছে। যা সুন্দরবনের বন কর্মীদের নিয়মিত টহল ও স্মার্ট পেট্রোলিংয়ের নিরলস পরিশ্রমের ফল।
এ ব্যাপারে সুন্দরবনের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, সুন্দরবনে বাঘ দেখাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। যেহেতু সুন্দরবন বাঘের আবাসস্থল সেহেতু বাঘের দেখা যেতেই পারে। গত সপ্তাহে আমিও সুন্দরবনের নীলকমলে একটি বাঘের বাচ্চা দেখেছি।
তিনি বলেন, ২০১৮ সালে সুন্দরবনে সর্বশেষ বাঘের জরিপ হয়েছে। আগামীতে বাঘের জরিপ হলে তখন বলা যাবে, সুন্দরবনে বাঘ কমেছে নাকি বেড়েছে। যেমন বাঘ দেখলে বলা যাবে সুন্দরবনে বাঘ বেড়েছে, তেমন দু-একটি বাঘ মারা গেলেও বলা যাবে না বাঘ কমেছে। শুধুমাত্র জরিপের ভিত্তিতেই সুন্দরবনের বাঘের সঠিক সংখ্যা বলা যাবে।