কলকাতা বন্দরে হেলে পড়লো বাংলাদেশি কার্গো
বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারতের কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের একটি জেটিতে মেরিনট্রাস্ট ১ নামক একটি বাংলাদেশি বেসরকারি কার্গো জাহাজ হেলে পড়ে। এতে ডুবে যায় জাহাজের এক পাশ; ডুবে গেছে বেশ কিছু কন্টেইনারও।
তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, স্থানীয় সময় সকাল ৯টায় এসপিএম বন্দরের ৫ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, "মালামাল বোঝাই করার সময় জাহাজটি হেলে পড়ে। এসপিএম বন্দর কর্তৃপক্ষ জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে।"
ওভারলোডিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
৮৩ মিটার দীর্ঘ কার্গো জাহাজটি ২০১৮ সালে নির্মিত হয়। জাহাজটি ২০ মার্চ কলকাতা থেকে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ছেড়ে যায়। শুক্রবার জাহাজটি চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল।
ভারতীয় টিভি চ্যানেল জি-নিউজ জানিয়েছে, মেরিনট্রাস্ট ০১ জাহাজে ৪৫টি কন্টেইনার ছিল যার মোট ওজন ছিল ৩০৮৯ টন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ৪৫টি কন্টেইনারের মধ্যে ১৮টি ডুবে গেছে এবং আরও ১০টি কন্টেইনার পানিতে ভাসছে। এসপিএম বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে উল্লেখ করেছে তারা।
কার্গো জাহাজটির মালিক মেরিন ট্রাস্ট লিমিটেড সাধারণত অভ্যন্তরীণ সামুদ্রিক রুটের মাধ্যমে কন্টেইনার পরিবহন করে। ভারত-বাংলাদেশ শিপিং প্রটোকল চুক্তির আওতায় তারা কলকাতা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে পণ্য পরিবহন করে।