পদ্মা সেতুর উদ্বোধন: যান চলাচল শুরু ২৬ জুন থেকে
২৫ জুন উদ্বোধন করা হলেও পদ্মা সেতুতে সেদিন সাধারণ যান চলাচল করবে না বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর পরের দিন, অর্থাৎ ২৬ জুন থেকে যান চলাচলের সময় প্রজ্ঞাপন জারি করে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, "উদ্বোধনের আগের দিন সেতুটি পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হবে। তখন হয়তো পায়ে হেঁটে এ সেতু পার হওয়া যাবে।"
বুধবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সেতুর দুই প্রান্তের জেলাগুলোর সংসদ সদস্য ও আওয়ামীলীগের নেতারা এ সভায় অংশ নেন।
মন্ত্রী এসময় বলেন, "পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘনিয়ে আসায় ষড়যন্ত্র, অপপ্রচার, গুজব ছড়ানো হচ্ছে।"
"খালেদা জিয়া পদ্মা সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ ধরনের কথা বলে মির্জা ফখরুল রূপকথা গল্পের মতো মিথ্যাচার করেছেন। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে তাদের মিথ্যাচারের জবাব দেওয়া হবে," বলেন তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড পদ্মাসেতু উদ্বোধনের আগে কোনো অন্তর্ঘাত ষড়যন্ত্র হতে পারে মন্তব্য করে তিনি বলেন, "উদ্বোধনের দিন পর্যন্ত যেকোনো অন্তর্ঘাত ষড়যন্ত্র হতে পারে। সেদিকে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাণী পড়ে শোনান দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সমাবেশে আসার সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, রাস্তায় যেন কোনো ওভারটেকিংয়ের প্রতিযোগিতা না চলে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি।
তিনি বলেন, "মনে রাখতে হবে, আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। কাজেই এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেন সবকিছু পণ্ড না হয়।"
অনুষ্ঠানে জাহাঙ্গীর কবীর নানক বলেন, পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আরো একবার গৌরবময় ইতিহাসের জন্ম দেবে।