চালু হলো ‘মাই কোর্ট’ অ্যাপ: ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ অবস্থা
এখন থেকে কোনো মামলা সর্বশেষ অবস্থা জানার জন্য আদালতে যেতে হবে না কোনো বিচারপ্রার্থীকে। ঘরে বসেই আদালতে চলমান মামলার আপডেট জানাতে চালু হয়েছে 'মাই কোর্ট' অ্যাপ।
স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোডের পর একটি অ্যাকাউন্ট খুলে করে মামলার নম্বর দিয়ে উচ্চ আদালত ও নিম্ন আদাতের যে কোনো ধরনের মামলার সর্বশেষ অবস্থা জানা যাবে। এই সেবা পাওয়া যাবে এই ঠিকানায়ও- https://causelist.judiciary.org.bd
এছাড়াও মামলার অনলাইন (দৈনন্দিন কার্যতালিকা) কজলিস্ট, জুডিসিয়াল মনিটরিং ড্যাশবোর্ডও চালু হয়েছে। কোন নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যে কেউ উপর্যুক্ত ওয়েবসাইট ও মাইকোর্ট মোবাইল অ্যাপ ভিজিট করে তার মামলার সর্বশেষ তথ্যাদি পাবেন।
এটুআই-এর কারিগরি সহযোগিতায় আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপি বাংলাদেশের উদ্যোগে অ্যাপ ও ওয়েবসাইটি শনিবার উদ্বোধন করা হয়েছে।
আপাতত ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, বরিশাল, রংপুর, শেরপুর, রাজবাড়ি, কুস্টিয়া ও নারায়নগঞ্জের সকল আদালতের জন্য এই সেবা চালু করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব আদালতের জন্য এই সেবা চালু করা হবে।
কোন নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যে কেউ উপর্যুক্ত ওয়েবসাইট ও আমার আদালত (মাইকোর্ট) মোবাইল অ্যাপ ভিজিট করে তাঁর মামলার সর্বশেষ তথ্যাদি পাবেন। ওয়েবসাইটে প্রথমে সংশ্লিষ্ট বিভাগ, পরে জেলা এবং সর্বশেষ সংশ্লিষ্ট আদালতের নাম বাছাই করে বিচারপ্রার্থীগণ তাদের মামলার সর্বশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা জানতে পারবেন।
জুডিসিয়াল মনিটরিং ড্যাশবোর্ড বা বিচার বিভাগীয় ড্যাশবোর্ড-এর মাধ্যমে অধস্তন আদালতসমূহে বিচারাধীন এবং নিষ্পত্তি হওয়া মামলা সম্পর্কিত সকল ধরনের উপাত্ত সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা হবে। এতে অধস্তন আদালতের মনিটরিং ও ট্র্যাকিং সিস্টেম হিসেবে এর মাধ্যমে আদালতের প্রকৃত অবস্থা, বিচারকর্মের গতি-প্রকৃতি এবং বিচারিক নানান পরিসংখ্যান জানা যাবে।
এতে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে গতি আসবে বলে জানান সংশ্লিষ্টরা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, চলতি অর্থবছরে আইন ও বিচার বিভাগ এবং স্বাস্থ্যসেবা বিভাগ খাতে আমরা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছি। তিনটি ডিজিটাল সেবা উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের এই যাত্রা শুরু হলো।
বিচার বিভাগকে ডিজিটালাইজড করার জন্য ইতোমধ্যে দুই হাজার ২২৪ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে, শিগগিরই সেটি পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হবে বলে জানান প্রতিমিন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার। উদ্বোধন অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি জনাব সুদীপ্ত মুখার্জি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী অনলাইন বিচারিক সেবাসমূহের বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।