এবার অ্যানিমে রূপে স্টার ওয়ারস
আপনি যদি অ্যানিমে কার্টুন বা চলচ্চিত্র, কিংবা 'স্টার ওয়ারস' ভক্ত হন, তাহলে আপনার জন্য সুখবর। 'স্টার ওয়ারস'-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে।
'স্টার ওয়ারস'-এর নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে বুধবার মুক্তি পেয়েছে 'স্টার ওয়ারস: ভিশনস'। জাপানের সুপরিচিত সাতটি অ্যানিমে স্টুডিওর সমন্বয়ে লুকাসফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে এই অ্যানিমেটেড অ্যান্থোলজি টিভি সিরিজ।
যদিও এবারই প্রথম অ্যানিমে রূপে 'স্টার ওয়ারস' হাজির হয়েছে, তবে মূল ট্রিলজি প্রকাশের পরপরই এই জাপানি শিল্পের প্রতি আগ্রহী হয়ে ওঠেন জর্জ লুকাস। মূলত আকিরা কুরোসাওয়ার চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি।
থাকছে পরিচিত থিম
'ভিশনস' একটি নয় পর্বের সিরিজ, যার প্রতিটি পর্বের ব্যাপ্তি প্রায় ১৩-২২ মিনিট। প্রতিটি পর্বেই রয়েছে আলাদা আলাদা গল্প, যা আপনার সামনে 'স্টার ওয়ারস' জগতকে তুলে ধরবে। আপনি চাইলে এটি মূল জাপানি ভাষায় কিংবা ইংরেজি ডাবিংয়ে দেখতে পারবেন।
'স্টার ওয়ারস'-এর প্রধান সব চরিত্র না থাকলেও এর জনপ্রিয় থিমগুলো ব্যবহার করেছে 'ভিশনস'। আবার কখনো-বা জনপ্রিয় চরিত্রগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে একটু ভিন্ন টুইস্ট এনেছে প্লটে।
'দ্য টুইনস' নামের এপিসোডের কথাই যদি ধরা হয়, এর প্রধান দুটি চরিত্র দুই জমজ ভাইবোন। তারা দুজনেই অত্যন্ত শক্তিশালী এবং 'দ্য ফোর্স'-এর সঙ্গে তাদের মিল রয়েছে। আপনি যদি 'স্টার ওয়ারস' ভক্ত হয়ে থাকেন, নিশ্চয়ই ব্যাপারটা পরিচিত লাগছে?
কিন্তু পার্থক্য হলো, এই জমজ ভাইবোন আসলে 'শয়তানে'র রূপ! এই পর্বের চিত্রনাট্য লিখেছেন স্টুডিও ট্রিগারের ক্রিয়েটিভ প্রযোজক হিরোমি ওয়াকাবায়াশি।
অ্যানিমে ও জাপানি চলচ্চিত্রের মধ্যে বন্ধন
যুদ্ধবিরোধী থিম ও পরিবেশের সঙ্গে গভীর সংযোগের বিষয়টিও উঠে এসেছে এই সিরিজে। এর আগে 'স্টার ওয়ারস' টিভি সিরিজ ও গ্রাফিক উপন্যাসেও এই দুটি থিম দেখা গেছে।
তবে অ্যানিমে ও জাপানি চলচ্চিত্রে এই বিষয়গুলো নতুন নয়। 'দ্য ভিলেজ ব্রাইড'-এর ইংরেজি ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন নিকোল সাকুরা।
তিনি বলেন, 'আমার মনে হয়, গুরুত্বপূর্ণ ও অর্থবহ থিম, এই যেমন- গোষ্ঠী ও প্রকৃতি- এগুলো অন্তর্ভুক্ত করা জাপানি সংস্কৃতির অংশ। আপনার মনে হতে পারে, এগুলো আসলে শিশুরা বুঝবে না। কিন্তু অর্থপূর্ণ বিষয়াবলি ও মূল্যবোধের ছোঁয়া রাখার ব্যাপারটা জাপানি সংস্কৃতিতে থাকেই।'
"আর এসব নিয়ে মাথা ঘামাতে না চাইলে, অন্তত 'ট্যাটুইন র্যাপসোডি' পর্বের রক কনসার্ট তো উপভোগ করতে পারবেনই," যোগ করেন তিনি।
-
সূত্র: এনপিআর