গতবছর জাপানি অ্যানিমে ইন্ডাস্ট্রির আয় রেকর্ড ২১ বিলিয়ন ডলার!
জাপানের অ্যানিমে ইন্ডাস্ট্রির আয় গত বছর প্রথমবারের মতো তিন ট্রিলিয়ন ইয়েন ছাড়িয়েছে। এর পেছনে ইন্ডাস্ট্রিটির বৈশ্বিকভাবে ক্রমশ জনপ্রিয় হতে থাকার বিষয়টি মুখ্য ভূমিকা রেখেছে।
এনএইচকে-এর প্রতিবেদন অনুযায়ী, গতবছর জাপানের অ্যানিমেশন ইন্ডাস্ট্রি ৩.৩ ট্রিলিয়ন ইয়েন (২১ বিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে। এর আগে ইন্ডাস্ট্রিটিতে সবচেয়ে বেশি আয় হয়েছিল ২০২২ সালে।
গতবছর জাপানি অ্যানিমের বৈশ্বিক আয়ও বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে এই আয়ের পরিমাণ ১.৭২ ট্রিলিয়ন ইয়েন; যা এর আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।
আর চলতি বছর স্থানীয় আয়ের দিক থেকে জাপানিজ অ্যানিমে ১.৬২ ট্রিলিয়ন ইয়েন আয় করেছে। যা সর্বমোট আয়ের শতকরা ৪৯.৫ ভাগ।
এনএইচকে-এর প্রতিবেদনটির এডিটর হিরোমিচি মাসুদা বলেন, "ইন্টারনেটের প্রসারের কারণে বিদেশি বাজারে জাপানিজ মাঙ্গা দ্রুত ছড়িয়ে যাচ্ছে। একইসাথে স্থানীয় পর্যায়েও ইন্ডাস্ট্রিটি বেশ জনপ্রিয়। বৈশ্বিকভাবে দর্শক তৈরি হতে থাকায় শিল্পটি আরও বেশি বিকশিত হচ্ছে।"