অ্যাটাক অন টাইটানের ফাইনাল এপিসোড মুক্তি পাচ্ছে আজ, জেনে নিন কখন
অ্যানিমে-র সাম্প্রতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী সিরিজ 'অ্যাটাক অন টাইটান'-এর ফাইনাল এপিসোড মুক্তির সময় ঘোষণা করা হয়েছে। ২০১৩ সালে শুরু হওয়া এ সিরিজ অবশেষে শেষ হচ্ছে আজ।
এই অ্যানিমের সমাপ্তি কেমন হবে, তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।
অ্যাটাক অন টাইটানের ফাইনাল এপিসোড মুক্তির সময়
অ্যাটাক অন টাইটান সিজন ফোর-এর পার্ট থ্রি-র ২য় এপিসোড মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ৪ নভেম্বর।
যারা ডাব করা সংস্করণ পছন্দ করেন, তাদের অপেক্ষা একটু দীর্ঘ হবে। কারণ এপিসোডগুলো প্রথমে জাপানি ভাষায় সাবটাইটেল দিয়ে মুক্তি পাবে।
জেনে নিন কোন টাইম জোনে কখন মুক্তি পাচ্ছে অ্যাটাক অন টাইটান:
৪ নভেম্বর ২০২৩
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সময়: বিকাল ৫টা
৫ নভেম্বর ২০২৩
- গ্রিনিচ মান সময়: মাঝরাত ১২টা
- ভারতীয় সময়: ভোর ৫টা ৩০ মিনিট