গোল্ডেন গ্লোব আসরে ইতিহাস গড়লেন প্রথম এশিয়ান নারী পরিচালক ক্লোয়ি ঝাও
গোল্ডেন গ্লোব ২০২১-এর আসরে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নারী নির্মাতা ক্লোয়ি ঝাও । 'নোম্যাডল্যান্ড' সিনেমার জন্য তার এই অর্জন। এটি গোল্ডেন গ্লোবের সর্বোচ্চ সম্মান সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কারও জিতেছে।
গোল্ডেন গ্লোবের ৭৮ বছরের ইতিহাসে ক্লোয়ি এশীয় বংশোদ্ভূত প্রথম এবং নারী নির্মাতা হিসেবে দ্বিতীয় বিজয়ী। তার আগে কেবল একজন নারীই সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছিলেন। ১৯৮৩ সালে 'ইয়েন্টল' ছবির জন্য সেরা পরিচালক হয়েছিলেন বারবারা স্ট্রাইস্যান্ড।
"এই পুরস্কার পুরো 'নোম্যাডল্যান্ড' দলের জন্য", বলেন ঝাও।
"ধন্যবাদ জানাচ্ছি তাদের সকলকে যাদের জন্য আমি আমার প্রিয় কাজটি করে যেতে পেরেছি", ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে জানান বিজয়ী পরিচালক।
গোল্ডেন গ্লোবের এবারের আসর সবদিক দিয়েই ছিল অভিনব। এবারই প্রথমবারের মতো তিনজন নারী পরিচালক সেরা পরিচালক ক্যাটাগরিতে মনোনয়ন অর্জন করেছিলেন।
ক্লোয়ির সাথে মনোনয়নপ্রাপ্ত অন্য নির্মাতারা হলেন এমারাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং উইম্যান), রেজিনা কিং (ওয়ান নাইট ইন মায়ামি), ডেভিড ফিঞ্চার (মাঙ্ক) এবং অ্যারন সরকিন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন)।
সব মিলিয়ে আটজন নারী গোল্ডেন গ্লোবের বিভিন্ন বিভাগে মনোনয়ন পান।
অনলাইনে ইতিমধ্যে ক্লোয়ি ঝাওয়ের বন্দনা শুরু হয়ে গেছে। কেউ বলছেন, 'তরুণ এশীয় নারীদের জন্য এটি বিরাট অনুপ্রেরণা' আবার কেউ কেউ লিখছেন, " এটি সর্বত্র নারীদের জন্য জয়"। চীনের উইবোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।
- বিবিসি ও সিএনএন অবলম্বনে