‘আমি কি রাজ কুন্দ্রা, নাকি ওর মতো দেখতে?’: স্বামীকে নিয়ে প্রশ্ন শুনে ক্ষুব্ধ শিল্পা
গত কয়েক মাস ধরে সংবাদের শিরোনামে আছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। জুলাইতে নীল ছবি তৈরির সঙ্গে তৈরি থাকার অভিযোগে গ্রেপ্তার হন রাজ। তারপর থেকে প্রায় দু'মাস ছিলেন কারাগারে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
শিল্পা এর আগেই জানিয়েছিলেন, রাজের ব্যবসা সংক্রান্ত কোনো কাজের সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না! এবার অভিনেত্রীর কাছে রাজকে নিয়ে প্রশ্ন রাখা হতেই ক্ষেপে গেলেন তিনি।
জানা গেছে, সংবাদমাধ্যমের ওপর বেশ রেগে যান শিল্পা। বলেন, 'আমার নাম কি রাজ কুন্দ্রা? নাকি, আমাকে রাজ কুন্দ্রার মতো দেখতে? কে আমি?'
শিল্পা আরও বলেন, 'পাবলিক ফিগার হিসেবে আমি দুটো শর্ত মেনে চলি, তুমি কখনো অভিযোগ করতে পারবে না, আর কখনোই কাউকে জবাবদিহি করবে না! এটাই আমার জীবন দর্শন।'
রাজ কুন্দ্রা যেদিন জেল থেকে ছাড়া পান, সেদিন রঙধনুর ছবি শেয়ার করেছিলেন শিল্পা। ক্যাপশনে লিখেছিলেন রজার লি'র একটি উদ্ধৃতি, 'রামধনু এসে প্রমাণ করে, বড় কোনো ঝড়ের পর একটা সুন্দর সময় আসে।'
এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ছেলে ভিয়ানও। গণেশ চতুর্থীর সময় তোলা মা ও বোন শমিশার সঙ্গে একটি ছবি শেয়ার করে সে লিখেছিল, 'গণেশ দেবতার শুঁড়ের মতোই লম্বা জীবনের যাত্রা, কষ্টটা তার মাউসের মতো ছোট, মোদকের মতো মিষ্টি। গণপতি বাপ্পা মোরিয়া!'