প্রাণ বাঁচাতে সবসময় বন্দুক নিয়ে ঘুরবেন! সালমানের হাতে তুলে দেওয়া হল গান লাইসেন্স
সপ্তাহখানেক আগেই বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন সালমান খান। অবশেষে সেই লাইসেন্স হাতে এলো। সমস্ত নথি খতিয়ে দেখার পর তা তুলে দেওয়া হয়েছে অভিনেতার হাতে। অর্থাৎ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বন্দুক নিয়ে ঘুরবেন বলিউড সুপারস্টার!
গত সপ্তাহেই খবর মিলেছিল নিজের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটির ভোলবদল করিয়েছেন সালমান। বাইরে থেকে দেখে বোঝা না গেলেও গাড়িতে নতুন বুলেটপ্রুফ কাঁচ লাগান তিনি।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, হুমকি পাওয়ার পর থেকেই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সালমান। তাই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বাসভবনের নিরাপত্তাও আঁটোসাটো করা হয়েছে।
জুন মাসে মর্নিংওয়াক করার সময় হুমকি চিঠি পান সালমান। যেখানে তাকে ও তার বাবাকে খুনের হুমকি দেওয়া হয়। এমনকি, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এক জেরায় মেনেও নেন সালমানকে মারতে এর আগে শার্প শ্যুটার পাঠানোর কথা। এমনকি তিনি ৪ লাখের রাইফেলও কিনেছিলেন ২০১৮ সালে। তবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়।
লরেন্স পুলিশকে সেই সময় জানিয়েছিলেন, কৃষ্ণসার হরিণকে দেবতা হিসেবে পূজা করে বিষ্ণোই সম্প্রদায়। তিনি সালমানকে খুন করতে চাইতেন ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ মামলার কেসের কারণে। রাজস্থানের যোধপুরে 'হাম সাথ সাথ হ্যায়'-এর শ্যুটের সময় এই কেসে জড়িয়েছিলেন 'ভাইজান'।
প্রসঙ্গত, ২০১৮ সালে আদালতের পক্ষ থেকে সালমানের পাঁচ বছরের সাজা ঘোষণা করা হয়। রায়কে চ্যালেঞ্জ জানান সালমান। তখনই সেই খুনের ছক কষা হয়েছিল।