আমির খানকে 'হিন্দু ধর্মবিরোধী' বিজ্ঞাপনে কাজ না করার অনুরোধ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর
বলিউড অভিনেতা আমির খানকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বিজ্ঞাপনে কাজ না করার অনুরোধ জানিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, খবর বিবিসির। সম্প্রতি আমির খানের একটি নতুন বিজ্ঞাপনকে ঘিরে ডানপন্থী হিন্দুদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
একটি ব্যাংকের বিজ্ঞাপনে আমির খান ও অভিনেত্রী কিয়ারা আদভানিকে দেখা গেছে নবদম্পতির চরিত্রে, যারা হিন্দু বিয়ের আচার-রীতি পালন করছেন। কিন্তু সমালোচকদের দাবি, বিজ্ঞাপনটিতে হিন্দু প্রথা ও সংস্কৃতির অবমাননা করা হয়েছে।
বিজ্ঞাপনে দেখা যায়, আমির খান বিয়ের পর তার স্ত্রীর বাড়িতে প্রথমবারের মতো পা রাখার রীতি পালন করছেন, যা সাধারণত হিন্দু বধূরা স্বামীর বাড়িতে প্রবেশের সময় করে থাকে।
কেউ কেউ বিজ্ঞাপনটির জেন্ডার ইস্যুর দিকে ইঙ্গিত করে এটিকে অসাধারণ কাজ বলে উল্লেখ করেছেন। জনৈক টুইটার ব্যবহারকারীর ভাষ্যে, "এই বিজ্ঞাপনের মাধ্যমে বোঝানো হয়েছে যে আমাদের মেয়েদেরকে সম্মান ও ভালোবাসা দিতে হবে এবং ছেলে ও মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই।"
কিন্তু অনেক মানুষই বিজ্ঞাপনটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দু ধর্মকে নিয়ে 'উপহাস' করা হয়েছে এবং হিন্দু রীতিনীতির অবমাননা করা হয়েছে।
এদিকে নরোত্তম মিশ্র জানিয়েছেন, বিজ্ঞাপনটির ব্যাপারে অভিযোগ পাওয়ার পর তিনি এটি দেখেছেন। তিনি আমির খানকে উদ্দেশ্য করে বলেন, "আমি তাকে (আমির খান) অনুরোধ করছি, ভারতীয় সংস্কৃতি ও রীতিনীতির কথা মাথায় রেখে এ ধরনের বিজ্ঞাপন আর না করতে।"
আমির খানের বিরুদ্ধে হিন্দু ধর্মকে 'অবমাননা'র অভিযোগ এবারই প্রথম নয়। অভিনেতার সর্বশেষ চলচ্চিত্র 'লাল সিং চাড্ডা'ও এই একই কারণে বলিউডে বয়কটের মুখে পড়েছে। ২০১৫ সালে আমির খানের বলা একটি উক্তির জের ধরে তার সিনেমার বিরুদ্ধে অনলাইনে বয়কট ক্যাম্পেইন চালায় একটি গোষ্ঠী। ওই সময় আমির খান ভারতে ক্রমশ ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে যাওয়ায় বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
আমির খানের মন্তব্য নিয়ে জনরোষের মুখে ই-কমার্স প্ল্যাটফর্ম স্ন্যাপডিল সেসময় তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে আমির খানকে বাদ দেয়। এরপর আমির খান আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তার সেই মন্তব্য ব্যাখ্যা করেন এবং জানান যে তিনি ভারতকে ভালোবাসেন।
২০২১ সালে হিন্দু ধর্মাবলম্বীদের দিওয়ালি উৎসবের সময় সাধারণ মানুষকে রাস্তায় বাজি পোড়াতে নিষেধ করে আরও একবার সমালোচনার মুখে পড়েন আমির।
এদিকে, নরোত্তম মিশ্র এর আগেও একাধিকবার বলিউডকে নানা প্রসঙ্গে সতর্কবাণী শুনিয়েছেন। চলতি মাসের শুরুতে তিনি জানিয়েছিলেন, 'আদিপুরুষ' সিনেমা থেকে যদি হিন্দু দেবতা হনুমানের 'লেদারের পোশাক' পরা দৃশ্য না সরানো হয়, তাহলে সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। তার ভাষ্যে, "এ ধরনের দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।"
এর আগে ২০২১ সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট হিন্দু বিয়েতে কন্যাদান রীতি নিয়ে প্রশ্ন তোলে এমন একটি বিজ্ঞাপনে কাজ করে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন।