বিচ্ছেদ-গুঞ্জন: শোয়েবের সাথে নাম জড়ালো পাকিস্তানের দুই মডেল, অভিনেত্রীর
পাকিস্তানি সংবাদমাধ্যমে গুঞ্জন, ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের ১২ বছরের দাম্পত্য ভাঙনের মুখে। আর এর নেপথ্যে রয়েছেন তৃতীয় ব্যক্তি।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত শোয়েবের সঙ্গে বিতর্কে নাম জড়িয়েছে দু'জনের।
এই দু'জনের মধ্যে প্রথমজন হলেন পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। ২০২১ সালে একটি ম্যাগাজিনের জন্য ফটোশুটে একসঙ্গে দেখা গিয়েছিল শোয়েব এবং আয়েশাকে। তারপর থেকেই অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে পড়ে পাক ক্রিকেটারের নাম।
ফটোশুটের ছবিগুলোতে শোয়েব এবং আয়েশাকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। ক্যামেরার সামনে তাদের সাবলীল রোম্যান্সের ছবি দেখে সেসময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, দু'জনের মধ্যে আসলেও কোনও সম্পর্ক গড়ে উঠেছে কি না!
কখনও তাদের দেখা যায় সুইমিংপুলের পাশে, কখনও আবার খাবার টেবিলে দু'জনের খুনসুটি ধরা পড়েছিল ক্যামেরায়।
আয়েশার সঙ্গে শোয়েবের সম্পর্ক নিয়ে যতই জল্পনা চলুক, কোনও পক্ষই তা নিয়ে মুখ খোলেনি।
অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে শোয়েবের নাম জড়িয়েছিল।
মাহিরার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে একবার আড্ডায় বসেছিলেন শোয়েব।
লাইভে মাহিরা বলেছিলেন, ''আমাদের দু'জনেরই বয়স বেড়ে গিয়েছে।'' তার উত্তরে শোয়েবকে বলতে শোনা গিয়েছিল, তার নিজের বয়স বেড়েছে ঠিকই, তবে মাহিরার বয়স বাড়েনি। মজার ছলেই মাহিরা তখন শোয়েবকে জিজ্ঞাসা করেছিলেন, ''ভাবি (সানিয়া মির্জা) কি এই লাইভ দেখছে?''
মাহিরার প্রশ্নের জবাবে শোয়েব জানিয়েছিলেন, সানিয়া তাদের লাইভ দেখছেন। তবে তিনি মাহিরার 'ভাবি' নন। হাসতে হাসতে তখন অভিনেত্রী জানিয়েছিলেন, সানিয়া গোটা পাকিস্তানের 'ভাবি'।
শোয়েব, মাহিরার এই কথোপকথনের পরিপ্রেক্ষিতে সানিয়ার প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছিল। ইনস্টাগ্রামেই তিনি লিখেছিলেন, ''হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা দু'জন কী নিয়ে কথা বলছ।''
ইনস্টাগ্রামে সেই শো-এর পরেও গুঞ্জন ওঠে, মাহিরার সঙ্গে পাক ক্রিকেটারের কোনও 'গোপন সম্পর্ক' গড়ে উঠেছে কি না। সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে মাহিরার সঙ্গে সম্পর্কের গুঞ্জন আরও ডালপালা মেলেছে।
উল্লেখ্য, সানিয়া-শোয়েবের প্রথম দেখা হয় ২০০৩ সালে। সানিয়া পাকিস্তানি ক্রিকেটারকে প্রথম দিকে বড় একটা পাত্তাই দিতেন না। সংবাদমাধ্যমে নিজেই সে কথা জানান শোয়েব।
এই জুটি পুরোদমে প্রেম করতে শুরু করেন ২০০৯ সালে। সানিয়া জানিয়েছিলেন, শোয়েবের সারল্য, সাধারণ জীবনযাপনই তার মন জয় করে নিয়েছিল। ৮ বছর সংসার করার পর ২০১৮ সালে তাদের কোল আলো করে আসে ছেলে ইজহান মির্জা মালিক।