হৃদয় ভেঙ্গেছিল নোরার!
বলিউডের আইটেম গান মানেই যেন নোরা ফতেহি। এই কানাডিয়ান-মরোক্কান অভিনেত্রীর ঝুলিতে রয়েছে চলতি ফুটবল বিশ্বকাপের থিম সং-ও। বলিউডে নিজের পায়ের নীচের মাটি আগেই শক্ত করেছেন, এখন আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে মেলে ধরবার চেষ্টা করছেন এই বিদেশিনী। নোরার হাসি আর নাচে মুগ্ধ আসমুদ্রহিমাচল। তবে নোরার ব্যক্তিগত জীবন আজও রহস্যেমোড়া।
ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই কথা বলেন না নোরা ফতেহি। তবে সম্প্রতি নিজের মনের ব্যথা চেপে রাখতে পারলেন না নোরা। হৃদয় ভেঙেছিল নোরার, রিয়্যালিটি শো 'ঝলক দিখলা জা'র মঞ্চে ফাঁস করলেন সে কথা।
অরিজিৎ সিং-এর গাওয়া 'বারা পাচতাওগে' গানের মিউজিক ভিডিওতে জুটিতে দেখা গিয়েছিল ভিকি কৌশল এবং নোরা ফতেহিকে। কেমনভাবে প্রেমিকা নোরার প্রতারণার শিকার হন ভিকি তাই উঠেছিল মিউজিক ভিডিওর কাহিনিতে।
সম্প্রতি 'ঝলক দিখলা জা'র মঞ্চে এই গানে পারফর্ম করেন এক প্রতিযোগী। পারফরম্যান্সের মাঝে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় নোরাকে। পরে অভিনেত্রী জানান, এই গানের মধ্যে নিজের গল্প খুঁজে পান তিনি। এটা তার জীবনের গল্প।
নোরা বলেন, 'যখন এই গানের শ্যুটিং করেছি, আমি নিজেও এইরকমই একটা ইমোশনাল সিচুয়েশনে ছিলাম, যা আমাকে পারফরম্যান্সে সাহায্য করেছিল।' এর থেকে সাফ বোঝা যায় প্রেমে আঘাত পেয়েছেন নোরা। এই যন্ত্রণা আজও পিছু ছাড়েনি তার, তাই তো এতদিন পরেও চোখে জমা হলো অশ্রু!
প্রসঙ্গত, নোরাকে শেষ বড়পর্দায় দেখা গিয়েছে 'থ্যাঙ্ক গড' ছবির 'মানিকে' গানে।