'এটা বাদ দিন’: সানিয়ার সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে গণমাধ্যমকে শোয়েব মালিক
বেশ কিছুদিন ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিক দম্পতির ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছে। এ গুঞ্জনের বিষয়ে এতদিন সানিয়া মির্জা বা শোয়েব মালিকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অবশেষে ডিভোর্সের বিষয়ে নিজের নীরবতা ভেঙে মুখ খুলেছেন শোয়েব মালিক। এক সাক্ষাৎকারে ডিভোর্সের প্রসঙ্গটাকে নিজেদের ব্যক্তিগত ব্যাপার বলে গণমাধ্যমকে এ নিয়ে প্রশ্ন না করার অনুরোধ করেছেন শোয়েব মালিক। খবর জিও টিভির।
সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে গণমাধ্যমে প্রতিনিয়ত সংবাদ পরিবেশনের কারণে নিজের অসন্তুষ্টিও প্রকাশ করেন শোয়েব। সানিয়া মির্জার সাথে ডিভোর্স প্রসঙ্গে শোয়েব মালিক বলেন, "এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিংবা আমার স্ত্রী (সানিয়া মির্জা) এ সম্পর্কে কোনো মন্তব্য করবো না। এটা বাদ দিন।"
অন্যদিকে সানিয়া ও শোয়েবের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শোয়েব-সানিয়া দম্পতির ডিভোর্স ফাইল তৈরি হয়ে গেছে। তাদের মধ্যে কিছু আইনি জটিলতা মেটানোর পর সানিয়া-শোয়েব আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিতে পারেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক চুক্তি থাকার কারণে এখনই বিচ্ছেদের বিষয়ে মুখ খুলছেন না তারা।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই পাকিস্তানের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্স সানিয়া মির্জা ও শোয়েব মালিককে নিয়ে 'দি মির্জা মালিক' নামের নতুন একটি শো করার ঘোষণা দিয়েছে। ডিভোর্সের বিষয়ে মন্তব্য না করলেও নিজের শোবিজ ক্যারিয়ার সম্পর্কে সাক্ষাৎকারে মন্তব্য করেছেন শোয়েব।
নিজেকে শোবিজ ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করবেন না-কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শোয়েব বলেন, "আমি কোনো দরজাই বন্ধ রাখি না। যদি ভালো সুযোগ আসে তবে অবশ্যই মানা করবো না।" এছাড়াও পুত্র ইজহান মির্জা মালিক স্কুল জীবন শুরু করেছে জানিয়ে পরিবারকে আরও বেশি সময় দেওয়ার কথা জানান শোয়েব।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই স্ত্রী সানিয়া মির্জাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলো শোয়েব। সানিয়ার জন্মদিনে শোয়েব দুইজনের কাপল ছবি আপলোড করে ক্যাপশনে সানিয়ার সুখী ও আনন্দময় জীবনের প্রত্যাশা করেন। কিন্তু শুভেচ্ছা সংক্রান্ত পোস্টে সানিয়া কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখানোয় ভক্তদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
এছাড়াও সম্প্রতি সানিয়ার শেয়ার করা দুটি পোস্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সানিয়া তার ছেলের সাথে একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, "মুহূর্তগুলো আমাকে সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্য দিয়ে কাটাতে হয়েছে।" এছাড়াও কিছুদিন আগে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়া লিখেন "ভাঙা হৃদয় আসলে কোথায় যায়?"
২০১০ সালে ভারত-পাকিস্তানের কোটি কোটি ভক্তকে চমকে দিয়ে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বিয়ে করেন। তবে সম্প্রতি পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরের সাথে শোয়েবের প্রেম করায় গুঞ্জনটি সামনে আসলে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে সানিয়া-শোয়েব দম্পতির সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। যদিও কিছুদিন আগে শোয়েবের সাথে প্রেম করার গুঞ্জনকে অস্বীকার করেছেন অভিনেত্রী আয়েশা ওমর।