কোর্টের ‘আপত্তি’, অসুস্থ মাকে দেখতে বাহরাইন যেতে পারবেন না জ্যাকলিন
২০০ কোটি রূপির আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সম্প্রতি ভারতের পাতিয়ালা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জামিনে মুক্ত নায়িকা। অসুস্থ মাকে দেখতে বাহরাইন যেতে চান জ্যাকলিন- এমন আবেদন নিয়ে বিচারকের কাছে দরখাস্ত করেন তার কৌঁসুলিরা।
আদালতের পক্ষ থেকে বৃহস্পতিবার উপদেশ দেওয়া হয় এই মামলা আপাতত 'সংবেদশীল' পর্যায়ে রয়েছে, সম্ভব হলে জ্যাকলিনের উচিত বিদেশ যাওয়ার পরিকল্পনা ত্যাগ করার।
সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত জ্যাকলিন। এদিন আদালতে শুনানি চলাকালীন জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানায়, অভিনেত্রীর মা ২০২১ সালের ডিসেম্বরে ব্রেন স্ট্রোকের শিকার হন, তারপর থেকে গুরুতর অসুস্থ তিনি। মানবিকতার খাতিরে জ্যাকলিনের আবেদন মঞ্জুরের কথা বলা হয়।
আদালত পালটা প্রশ্ন করেন, কীভাবে জ্যাকলিন ওই দেশে যাওয়ার ভিসা পাবেন? জবাবে অভিনেত্রীর আইনজীবী জানান, 'ওনার বাবা-মা সে দেশেই থাকেন। আগে থেকেই জ্যাকলিনের কাছে বাহরাইনের ভিসা রয়েছে।' এরপর আদালত জ্যাকলিনের বিদেশযাত্রায় 'আপত্তি' তুলে বলে এই মুহূর্তে সুকেশ মামলা খুব গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে, শুনানি চলাকালীন জ্যাকলিনের উপস্থিতি জরুরি।
আদালত জানায়, 'আমি বুঝতে পারছি বিষয়টা খুবই আবেগের, তবে এই মুহূর্তে এই মামলা খুব জরুরি পর্যায়ে রয়েছে'।
অভিনেত্রীর আইনজীবীরা এও জানায়, মামলার পরবর্তী শুনানি ৬ই জানুয়ারি। জ্যাকলিন যেকোন উপায়ে ৫ই জানুয়ারির মধ্যে ভারতে ফিরে আসবেন। পাশাপাশি জ্যাকলিন এই মামলার ১০ নম্বর অভিযুক্ত। ৬ জানুয়ারি সুকেশ চন্দ্রশেখরকে কাঠগড়ায় তোলা হবে, জ্যাকলিনের নম্বর আসতে সময় লাগবে। তাতেও মন গলেনি আদালতের।
অন্যদিকে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির তরফেও জ্যাকলিনের এই আবেদনের বিরোধিতা করা হয়। তারা স্পষ্ট জানায়, জ্যাকলিন বিদেশি নাগরিক। একবার দেশ ছাড়লে তাকে ফেরানো কঠিন হতে পারে এমনটাও জানায় ইডি। জন্মসূত্রে জ্যাকলিনের বাবা-মা শ্রীলঙ্কান। তবে তার জন্ম ও বড় হওয়ার বাহরাইনে।
সবশেষে আদালত জ্যাকলিনের উদ্দেশে বলেন, 'আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি আপনি এই আবেদন প্রত্যাহার করতে চান, নাকি এই নিয়ে বিচার বিভাগের রায় শুনতে চান?' এমনটা জেনে জ্যাকলিন নিজের আবেদন প্রত্যাহার করে নেন।