৯৫ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি ইতালীয় চলচ্চিত্রাভিনেত্রী জিনা ললোব্রিজিডা
১৯৫০ ও '৬০-এর দশকের ইউরোপীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ তারকা, ইতালীয় অভিনেত্রী জিনা ললোব্রিজিডা ৯৫ বছর বয়সে মারা গেছেন। খবর বিবিসি'র।
রোমের একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেছেন বলে তার সাবেক আইনজীবী গিলিয়া সিতানি রয়টার্সকে জানিয়েছেন।
'বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী' হিসেবে প্রায় বর্ণনা করা হতো জিনা ললোব্রিজিডাকে। বিট দ্য ডেভিল, দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম, ক্রসড সোর্ডস ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
হামফ্রি বোগার্ট, ফ্রাংক সিনাত্রা, রক হাডসন, ও এরল ফ্লিনের মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন জিনা ললোব্রিজিডা।
১৯৬০-এর দশকে ললোব্রিজিডার ক্যারিয়ার ধীরে ধীরে পতনমুখী হয়। এরপর তিনি ছবি তোলা ও রাজনীতির দিকে ঝুঁকেন।
লা লোলো হিসেবে পরিচিত ছিলেন তিনি। চলচ্চিত্রের উজ্জ্বলতম সময়ের বেঁচে থাকা শেষ তারকাদের একজন ছিলেন জিনা। তার সম্পর্কে বোগার্ট বলেছিলেন, 'তিনি (জিনা) মেরিলিন মনরোকে শার্লি টেম্পলে পরিণত করে ফেলতেন'।
মুভি মোগল হাওয়ার্ড হিউ জিনা ললোব্রিজিডাকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ক্যামেরার বাইরে জিনার সঙ্গে আরেক ইতালীয় তারকা সোফিয়া লরেনের দ্বন্দ্ব ছিল।
১৯২৭ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেন জিনা ললোব্রিজিডা।