শ্যুটিং চলাকালে রক্তাক্ত হাত, ইনজুরিকেই দৃশ্যের অংশ করেছিলেন ডিক্যাপ্রিও!
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড চলচ্চিত্র 'জ্যাঙ্গো আনচেইনড'কে লিওনার্দো ডিক্যাপ্রিওর ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি বললে অত্যুক্তি করা হয় না। কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত এ ছবিটি মুক্তির পরপরই ব্যাপক ব্যবসাসফল হওয়ার পাশাপাশি, সমালোচকদেরও মন জিতে নেয়। বিশ্বব্যাপী প্রায় ৪২০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছিল ডিক্যাপ্রিও অভিনীত এ ছবি। টারান্টিনোর সিনেমা মানেই রক্তারক্তি-খুনোখুনি কাণ্ড থাকবেই; কিন্তু আপনি কী জানতেন যে 'জ্যাঙ্গো আনচেইনড' সিনেমায় ডিক্যাপ্রিও তার সত্যিকারের একটি ইনজুরিকেই ছবির দৃশ্যের অন্তর্ভুক্ত করেছিলেন?
অভিনয়ের নিজের সবটুকু উজাড় করে দেওয়ার ক্ষেত্রে অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর তুলনা হয় না। 'টাইটানিক' থেকে শুরু করে 'শাটার আইল্যান্ড', 'ব্লাড ডায়মন্ড', 'দ্য রেভেন্যান্ট'- সবগুলো সিনেমায়ই নিজের শতভাগ সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ডিক্যাপ্রিও। আর 'জ্যাঙ্গো আনচেইনড' এর ক্ষেত্রেও তাই হয়েছে। ছবিটিতে একজন দাস-মালিক ক্যালভিন ক্যান্ডির চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ক্রিস্টোফার ওয়ালটজ এবং জেমি ফক্স।
এর আগেও টম ক্রুজসহ অনেক অভিনেতাই শ্যুটিং চলাকালীন আহত হয়েছেন। কিন্তু 'জ্যাঙ্গো আনচেইনড'-এ ডিক্যাপ্রিওর ইনজুরি এক অর্থে খুবই আলাদা ছিল, কারণ যে দৃশ্যটি চলছিল তাতে ডিক্যাপ্রিওর আহত হবার সম্ভাবনা খুবই কম ছিল।
সিনেমার শেষাংশে জেমি ফক্স, ওয়ালটজ এর সাথে একটি টানটান উত্তেজনাকর দৃশ্যে এ ঘটনাটি ঘটে। খাওয়ার টেবিলে এই দুই অভিনেতা বসে ছিলেন এবং তাদের সামনে দাঁড়িয়ে চাপা উত্তেজনার ভঙ্গিতে কথা বলছিলেন ক্যালভিন ক্যান্ডি- অর্থাৎ ডিক্যাপ্রিও। এক পর্যায়ে তিনি চিৎকার করে ওঠেন এবং টেবিলে ঘুষি মারেন। এ সময়ই টেবিলে থাকা বেশকিছু কাচের গ্লাস ভেঙে ডিক্যাপ্রিওর হাত কেটে যায় এবং হাতে কাচের টুকরো ঢুকে যায়।
কিন্তু হাত কেটে যাওয়া সত্ত্বেও নিজের অভিনয় থামাননি ডিক্যাপ্রিও; বরং এটিকে অন্য মাত্রা দেন তিনি। রক্তাক্ত হাত সামনে এনে তা থেকে কাচের টুকরো বের করে শেষে একটি সিগারেট ধরান এই অভিনেতা। আর এই পুরোটা সময়ই দৃশ্যধারণ চলছিল! এমনকি পরিচালক টারান্টিনোর কোনো নির্দেশনা ছাড়াই এই কাজটি করেছিলেন ডিক্যাপ্রিও। ডিক্যাপ্রিওর এই ইনজুরি তার বিখ্যাত চরিত্রটিকে এক অনন্য মাত্রায় নিয়ে যায় এবং সিনেমা ও অভিনয়ের প্রতি তিনি কতটা নিবেদিতপ্রাণ তা আবারও প্রমাণ হয়ে যায়।
হলিউড রিপোর্টার সূত্রে জানা যায়, ডিক্যাপ্রিও তার এই ইনজুরি নিয়ে খুশিই ছিলেন। ছবির চূড়ান্ত প্রোডাকশন দেখার পর তিনি খুশি হয়েছিলেন এই ভেবে যে তার সত্যিকারের একটি ইনজুরি এই ছবিতে আছে। ডিক্যাপ্রিও জানিয়েছিলেন, ওই দৃশ্যধারণ শেষ হওয়ার সাথেসাথে উপস্থিত সবাই তাকে স্ট্যান্ডিং অভেশন দিয়েছিল।
সূত্র: স্ক্রিন র্যান্ট