স্করসেজির 'ট্যাক্সি ড্রাইভার' আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছিল: লিওনার্দো ডিক্যাপ্রিও
কিংবদন্তি হলিউড চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেজির সিনেমায় অতি পরিচিত মুখ অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এই দুজনের জুটি হয়ে কাজ করা মানেই সেই সিনেমা হতে যাচ্ছে বিশেষ কিছু! বিগত বছরগুলোতে গ্যাংস অব নিউইয়র্ক, দ্য অ্যাভিয়েটর, শাটার আইল্যান্ড, উলফ অব দ্য ওয়াল স্ট্রিটসহ এই নির্মাতার একাধিক সিনেমায় কাজ করেছেন ডিক্যাপ্রিও। সর্বশেষ স্করসেজির 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' চলচ্চিত্রে কাজ করেছেন তিনি এবং ছবিটি মুক্তি পাবে আগামী অক্টোবরে।
এতগুলো বছর ধরে একসঙ্গে কাজ করার সুবাদে স্করসেজির সঙ্গে বিশেষ বন্ধন তৈরি হয়ে গিয়েছে 'দ্য রেভেন্যান্ট' তারকার। ডিক্যাপ্রিও পাশাপাশি রবার্ট ডি নিরোও স্করসেজির আরেক ভরসার নাম। সর্বশেষ সিনেমাটিতেই এই দুজনকেই নিয়েছেন তিনি। স্করসেজির মাস্টারপিস সিনেমার নাম এলেই এই দুই অভিনেতার নাম উচ্চারিত হয় সর্বাগ্রে। ডেডলাইন'কে দেওয়া সাক্ষাতকারে স্করসেজি ডিক্যাপ্রিওকে 'একজন সহজাত চলচ্চিত্র অভিনেতা' বলেও আখ্যা দিয়েছেন স্করসেজি।
এবার ডিক্যাপ্রিও জানালেন, কিংবদন্তি নির্মাতার কোন সিনেমাটি তার সবচেয়ে প্রিয়। চার্লি রোজ-এর সঙ্গে এক কথপোকথনে 'টাইটানিক' তারকা জানিয়েছেন, স্করসেজির পরিচালনায় ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত 'ট্যাক্সি ড্রাইভার' ছবিটি তার সবচেয়ে প্রিয়। আর এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রবার্ট ডি নিরো।
ডিক্যাপ্রিও বলেন, "যে ছবিটি আমাকে সবচেয়ে নাড়া দিয়েছিল সেটি হলো 'ট্যাক্সি ড্রাইভার'। তখন আমার বয়স ছিল ১৫ বছর এবং আমার মনে আছে কিভাবে ট্রাভিস বিকল চরিত্রটির মধ্যে আমি ডুবে গিয়েছিলাম! আমি তার প্রতি প্রচণ্ড রকম সহানুভূতি বোধ করেছিলাম। আমি তাকে বুঝতে পেরেছিলাম।"
অভিনেতা আরও যোগ করেন, "আমি ট্রাভিস চরিত্রটির একাকীত্ব বুঝতে পেরেছিলাম, কিন্তু এরপর সে আমায় ধোঁকা দিল। কেন সেটা আপনি জানেন। যখন এক পর্যায়ে সে আমায় ধোঁকা দিল, আমার প্রতিক্রিয়া ছিল এরকম- 'এটা আমি কি দেখছি? কাকে দেখছি? এই লোকটা কে?' আমার তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তার পুরো যাত্রায় আমি সঙ্গে ছিলাম; তারপর হঠাৎ মনে হলো, 'আমি যাকে ভেবেছিলাম এটা তো সেই মানুষটা নয়।"
"আমার কাছে এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীন চলচ্চিত্র", একথা বলার পরপরই ডিক্যাপ্রিও সিনেমার চিত্রনাট্যকার পল শ্রেডারের প্রশংসা করে বলেন, "শ্রেডারের লেখনী ছিল অসাধারণ, অদ্বিতীয়।" স্করসেজিও বলেন, "সে একটা দুর্দান্ত চিত্রনাট্য তৈরি করেছিল।" তারপর তিনি জানান যে আরেক চলচ্চিত্র নির্মাতা ব্রায়ান ডি পালমা তাকে বলেছিলেন সেই চিত্রনাট্যটা পড়তে।
ভাগ্যিস স্করসেজি পড়েছিলেন! তা নাহলে দর্শকরা চলচ্চিত্রের ইতিহাসের শ্রেষ্ঠ একটি চলচ্চিত্র থেকে বঞ্চিত হতো, যা লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো একজন তারকারও প্রিয় সিনেমা হয়ে উঠেছে।