‘অভিনেতা খুঁজছেন সালমান!’ ভুয়া বিজ্ঞাপনের কবলে বলিউড অভিনেতা
সালমান খানের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে ভুয়া বিজ্ঞাপন। সেটি নজরে আসতেই মানুষকে প্রতারণা থেকে বাঁচাতে বিবৃতি জারি করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলিউডের 'ভাইজান' খ্যাত এ তারকা। খবর আনন্দবাজার পত্রিকার।
ভুয়া বিজ্ঞাপনটিতে বলা হয়, সালমান খান তার পরবর্তী সিনেমার জন্য অভিনেতা-অভিনেত্রী খুঁজছেন! খোদ সালমান খানই না-কি বেছে নেবেন আগামীর এই তারকাকে।
এমন লোভনীয় প্রস্তাবে প্রযোজনা সংস্থা সালমান খান ফিল্মস-এর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। সেই সূত্র ধরে একের পর এক ফোন ও ইমেইল পেতে থাকে বিখ্যাত এ অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানটি।
ঘটনাটি জানার পর নড়েচড়ে বসেন সালমান। 'দাবাং' খ্যাত এ অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কিত একটি বিবৃতিও প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, ''সকলের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে, সালমান খান কিংবা তার প্রযোজনা সংস্থা এই মুহূর্তে কোনও সিনেমা করছেন না। এমনকি কোনও ছবির জন্য অভিনেতা-অভিনেত্রীও খুঁজছেন না। এর জন্য কোনও কাস্টিং ডিরেক্টর নিয়োগ করা হয়নি। এই ধরনের বিজ্ঞাপনে ভরসা করবেন না। এই ধরনের আচরণ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।''
তবে হরহামেশাই বলিউডে নতুন মুখ উপহার দেন সালমান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান 'সালমান খান ফিল্মস-এর ব্যানারে নির্মিত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- 'বজরঙ্গি ভাইজান', 'ভারত', 'নোটবুক, 'রেস থ্রি', 'দাবাং থ্রি', 'কিসি কা ভাই কিসি কা জান' ইত্যাদি সিনেমা।
বর্তমানে বিগ বস ওটিটি নিয়েই ব্যস্ত রয়েছেন সালমান। একইসাথে নিজের আসন্ন সিনেমা 'টাইগার ৩'-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রায় দু'বছর ধরে চলছে বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং।
যশ রাজ ফিল্মসের 'স্পাই ইউনিভার্স' এর অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হতে চলেছে 'টাইগার ৩'। 'পাঠান'-এর সাফল্যের পর 'টাইগার ৩' নিয়েও যথেষ্ট আশাবাদী ভাইজানের ভক্তরা। চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা 'টাইগার ৩'-এর।