‘টাইটানিক’-এর পর বিখ্যাত হওয়াটা ছিল ‘ভয়ংকর’: কেট উইন্সলেট
'টাইটানিক' ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন কেট উইন্সলেট। তবে ১৯৯৭ সালের এ ব্লকবাস্টারের ব্যাপক সাফল্য আসলেও তার জীবনে কিছুটা চ্যালেঞ্জও নিয়ে আসে।
সম্প্রতি নেট-এ-পোর্টারের সাথে একটি সাক্ষাৎকারে, উইন্সলেট অল্প বয়সে তারকা খ্যাতি এবং এর জন্য সবসময় গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তুতে থাকায় যে চাপের সম্মুখীন হয়েছিলেন সে সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।
উইন্সলেট বলেন, 'টাইটানিকের সাফল্যের পর আমি বুঝতে পারি যে আমাকে এখন ভিন্ন দৃষ্টিতে নিজেকে দেখতে হবে, নিজের চেহারার মান ধরে রাখতে হবে ও নির্দিষ্ট ব্যক্তিত্ব ধরে রেখে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যেহেতু সে সময়ে মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, এর জন্য আমার পছন্দ অপছন্দগুলোও প্রভাবিত হচ্ছিল। এই খ্যাতি ও সাফল্য আমার জীবনকে বেশ অপ্রীতিকর করে তোলে।'
কেট জানান, টাইটানিকে সাফল্যের পর তার অন্যান্য সিনেমার চরিত্রগুলোকে নাকি খুব ভেবেচিন্তে বাছাই করতে হয়েছিল। এ নিয়ে সাংবাদিকরা নাকি তাকে সবসময় জিজ্ঞেসও করতেন, কেন তিনি টাইটানিকের সাফল্যের পরও ছোট ছোট সিনেমার কাজগুলোকে বেছে নিচ্ছিলেন।
কেট তাদের উদ্দেশ্যে বলেন, 'হ্যাঁ আমি পারতাম অবশ্যই। কিন্তু আপনি কি জানেন খ্যাতি আপনার দায়িত্ববোধ বাড়িয়ে দে এবং আমার কাছে তা বিরক্তিকর লাগে।'
টাইটানিক ১৪টি অস্কার মনোনয়ন পেয়েছিল, যার মধ্যে কেট উইন্সলেট পেয়েছিলেন সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন। এর মধ্যে সেরা ছবিসহ ১১টি পুরস্কার জিতে নেয় টাইটানিক। জেমস ক্যামেরুনের পরিচালনায় করা সিনেমাটা পূর্বের সকল রেকর্ড ভেঙে প্রথম ছবি হিসেবে বক্স অফিসে এক বিলিয়ন মার্কিন ডলার আয় করে। আজ অবধি, এটি বিশ্বব্যাপী প্রায় ২.২ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে এবং ১৯৯৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সর্বকালের শীর্ষ-উপার্জনকারী চলচ্চিত্র হিসাবে রাজত্ব করেছে। পরে টাইটানিকের রেকর্ডটি দখল করে নেয় ক্যামেরনের-ই আরেকটি চলচ্চিত্র 'অবতার'।
কেট বলেন, 'আমি অবশ্যই কৃতজ্ঞ ছিলাম। ২০ বছর বয়সেই আমি নিজের জন্য একটি ফ্ল্যাট কিনতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আমি মিডিয়ার এত মনোযোগ চাইনি, যেখানে আমি হাঁসদের খাবার দিলেও তা সবার সামনে চলে আসছিল।'
কেট তার ক্যারিয়ারের শুরুর দিককার বডি শেমিংয়ের অভিজ্ঞতাও তুলে ধরেন। ২০২২ সালের ডিসেম্বরে 'হ্যাপি, স্যাড, কনফিউজড' পডকাস্টে উপস্থাপক জোশ হরোভিটস তাকে জিজ্ঞেস করেন, টাইটানিক ছবিতে জাহাজটি ডুবে যাওয়ার পর রোজ এবং জ্যাক ভাঙা দরজায় একসাথে ভেসে থাকতে করতে পারতেন কিনা, এতে রোজের সাথে হয়ত জ্যাকও বেঁচে যেত।
ভেসে থাকা দরজায় জ্যাকের জায়গা হয়নি বলে যারা রোজের শরীরকে দায়ী করেন, তাদের সমালোচনা করে উইন্সলেট বলেন, 'স্পষ্টতই, আমি মোটা ছিলাম। কিন্তু কেন তারা আমার সাথে এত খারাপ ব্যবহার করেছিল? এটা কি ভয়ংকর নয়? আমি তো এতটাও মোটাও ছিলাম না।'
পডকাস্টে উইন্সলেট আরও বলেন, 'আমি যদি ঘড়ির কাঁটা পেছনে ফিরিয়ে আনতে পারতাম তবে আমি আমার কণ্ঠকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যবহার করতাম। আমি সাংবাদিকদের দৃঢ়কণ্ঠে জবাব দিতাম, আপনারা আমার সঙ্গে এমন আচরণ করার সাহস করবেন না। আমি একজন তরুণী। হ্যাঁ আমার শরীরে পরিবর্তন আসছে এবং আমি এটা খুঁজে বের করছি। আমি আমার শরীরের গঠন নিয়ে ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি আতঙ্কিত। এই ব্যাপারটাকে আমার জন্য আর কঠিন করে তুলবেন না।'
নেট-এ-পোর্টারের সাথে সাক্ষাৎকারে কেট উইন্সলেট নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা করেছেন। উদাহরণ হিসেবে তিনি তার ২৩ বছর বয়সী মেয়ে মিয়া থ্রিপ্লেটনের কথা বলেন। তার ভাষ্যে, বিনোদন জগতে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তার মেয়ে স্বাধীনচেতা এবং নিজস্ব পরিচয় প্রকাশে আত্মবিশ্বাসী। সে জানে কীভাবে নিজেকে জাহির করতে হয় সবার সামনে।
উল্লেখ্য, 'দ্য রেজিম' সিরিজে মধ্য ইউরোপের একটি কাল্পনিক দেশের চ্যান্সেলর এলেনা ভার্নহ্যামের ভূমিকায় অভিনয় করবেন কেট উইন্সলেট।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন