টাইটানিকে রোজকে বাঁচানোর সেই বিখ্যাত দৃশ্যের বস্তুটি ‘দরজা’ নয়, জাহাজের একটি অংশ ছিল: কেট উইন্সলেট
জনপ্রিয় 'টাইটানিক' সিনেমায় নায়িকা রোজ বাঁচার জন্য যে দরজা আঁকড়ে ছিল ঐ দৃশ্য নিয়ে বহু বিতর্ক রয়েছে। তবে সম্প্রতি কেট উইন্সলেট জানান, সেটি সম্ভবত দরজার দৃশ্য ছিলোই না।
বরং আঁকড়ে ধরা বস্তুটি ছিল টাইটানিকের অন্য একটি অংশ। অস্ট্রেলিয়ান টক শো 'দ্য প্রজেক্ট'-এর এমনটা জানান ৪৯ বয়সি এই অভিনেত্রী।
কেট উইন্সলেট বলেন, "এটি ছিল (জাহাজের) সিঁড়ির টুকরো, যা ভেঙে গেছে এমন। আমি জানি না সেখানে (ডি ক্যাপ্রিওর) জায়গা হতো কি-না। সত্যি বলতে, আমার এখানে আর কিছু বলার নেই যা নিয়ে এত আলোচনা হয়ে গেছে।"
১৯৯৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দৃশ্যটি টাইটানিক ভক্ত ও সাধারণ দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক্ষেত্রে ধ্বংসাবশেষটি দরজা ছিল না বলে এখনো রেডিটে আলোচনা চলছে।
'টাইটানিক' সিনেমাটি পৃথিবীর সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটি। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় নায়কের চরিত্রে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট। সিনেমাতে এই জুটির প্রেমের গল্প আজও দর্শক মনে গেঁথে রয়েছে।
সিনেমাটি প্রযোজনা করেছিল টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এবং পরিচালনা করেছিল জেমস ক্যামেরন। টাইটানিকের সবচেয়ে বড় দুটি অর্জন হচ্ছে: ১৪টির মধ্যে ১১টি ক্ষেত্রেই একাডেমি পুরস্কার জিতে নেয়া। এটি বিলিয়ন ডলারের ওপর আয় করেছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান