মৃত্যুর আগে ‘ডুন ২’ দেখতে চাওয়া ব্যক্তির জন্য নিজের ল্যাপটপ পাঠিয়ে দিয়েছিলেন পরিচালক
মুক্তির ছয় সপ্তাহ আগেই গোপনে পরিচালক ডেনিস ভিলেনুভের সিনেমা 'ডুন ২' প্যালিয়েটিভ কেয়ার ফ্যাসিলিটির মত একটি অপ্রত্যাশিত স্থানে দেখানো হয়েছিল। একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির শেষ ইচ্ছে পূরণ করার জন্যই এমনটা করা হয়েছে। ওই ব্যক্তি মৃত্যুর আগে 'ডুন ২' সিনেমা দেখবার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তার সেই ইচ্ছা পূরণ করতে পরিচালক ডেনিস ভিলেনুভ নিজের ল্যাপটপই পাঠিয়ে দিয়েছেন।
কুইবেকের এই ফ্যাসিলিটির একটি পর্দা ঘেরা কক্ষে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি এবং তার একজন বন্ধু ভিলেনুভের ল্যাপটপে সিনেমাটি দেখেছেন। পরিচালকের একজন সহকারী সেদিনই বিমানে করে এই ল্যাপটপ নিয়ে যান। সিনেমার গোপনীয়তা রক্ষার্থে তাদেরকে হলফনামায় স্বাক্ষর করতে হয়েছে এবং তাদের ফোন সড়িয়ে ফেলা হয়েছিল যাতে সিনেমার কোন কিছু ফাঁস না হয়ে যায়।
পুরো বিষয়টি যার কারণে সম্ভব হয়েছে তার নাম জোসি গ্যাগনন। তিনি কানাডিয়ান দাতব্য সংস্থা ল্যাভান্ত-এর প্রতিষ্ঠাতা। এই দাতব্য সংস্থা মৃত্য পথযাত্রী ব্যক্তিদের শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। দ্য ওয়াশিংটন পোস্টকে গ্যাগনন জানিয়েছেন, "পুরো বিষয়টি ছিল সময়ের বিরুদ্ধে লড়াই করার মত।"
গ্যাগনন সাক্ষাৎকারে আরো জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই তিনি ঘটনাটি জানাতে পেরেছেন। কিন্তু গোপনীয়তা রক্ষার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
তার ভাষ্যমতে, জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে কেউ ভিলেনুভের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবে কি না তা জানতে চাওয়া হয়েছিল। পোস্টে বলা হয়েছিল, "আমি একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির জন্য চমৎকার কিছু করতে চাই।"
পোস্টে আরো বলা হয়েছিল, সময় অনেক গুরুত্বপূর্ণ কারণ ওই ব্যক্তির হাতে খুব বেশী সময় নেই। পোস্টে এই অনুরোধের ব্যাপারে বিস্তারিত আর কিছু না থাকলেও অল্প সময়ের মধ্যেই বিষয়টি সম্পর্ক ভিলেনুভ অবগত হন।
এই ব্যাপারে ভিলেনুভের একজন মুখপাত্র কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।
শুক্রবার এক ফেসবুক পোস্টে গ্যাগনন জানিয়েছেন, "ভিলেনুভ এবং তার স্ত্রী তানিয়া ল্যাপয়েন্টে ওই ব্যক্তির শেষ ইচ্ছা খুবই আবেগপ্রবণ করে তুলেছে। তারা আমাকে জানিয়েছেন, 'তার (মৃত্যু পথযাত্রী ব্যক্তি) মত মানুষদের জন্যই আমরা সিনেমা বানাই।'"
নিজের ফেসবুক পোস্টে এবং রেডিও কানাডাকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাগনন জানিয়েছেন, শুরুতে ভিলেনুভ এবং তার স্ত্রী ওই ব্যক্তিকে মন্ট্রিয়লে অথবা লস এঞ্জেলেসে বিমানে চড়িয়ে নিয়ে যেতে চেয়েছিলেন যাতে তিনি সিনেমাটি দেখতে পারেন। কিন্তু তিনি অনেক বেশী দুর্বল থাকায় সেটি সম্ভব হয়নি।
তিনি আরো জানিয়েছেন, তারপর জানুয়ারির ১৬ তারিখে ভিলেনুভের একজন সহকারী তার (ভিলেনুভের) ল্যাপটপ নিয়ে কুইবেকে আসেন এবং প্যালিয়েটিভ কেয়ার ফ্যাসিলিটিতে আসেন যেটি কুইবেক শহরের ১৩০ মাইল উত্তরে অবস্থিত।
গ্যাগনন তার পোস্টে লিখেছেন, "তিনি ইংরেজি না জানার কারণে ফ্রেঞ্চ সাবটাইটেল দিয়ে সিনেমাটি দেখেছেন। তিনি এতটাই দুর্বল ছিলেন যে আমরা ভেবেছিলাম তিনি হয়ত সিনেমা দেখার সময়েই মারা যাবেন।"
পোস্টে আরো বলা হয়েছে, দুর্ভাগ্যজনক ভাবে শারীরিক অসুস্থতার জন্য ওই ব্যক্তি ২ ঘণ্টা ৪৬ মিনিটের সম্পূর্ণ সিনেমাটি দেখে শেষ করতে পারেননি। তিনি শুধু অর্ধেক সিনেমাই দেখেছেন। এর কিছুদিন পরেই তিনি মারা যান।
মুক্তির পর 'ডুন ২' সমালোচক এবং দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছে এবং হিট হয়েছে। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই ৭২টি মার্কেট থেকে সিনেমাটি ১৮২.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।