ছবি আঁকার ভিডিও শেয়ার করলেন ‘ভাইজান’, করবেন একক প্রদর্শনী
আন্তর্জাতিক নারী দিবসে বলিউড তারকা সালমান খান বড় সারপ্রাইজ দিলেন ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের গুণের এক ঝলক। আঁকার ভিডিও শেয়ার করতে দেখা গেল তাকে। শীঘ্রই নিজের আঁকা ছবি নিয়ে একক প্রদর্শনীর আয়োজন করতে চলেছেন অভিনেতা, যার নাম রাখা হয়েছে 'Motherhood - An Artistic Ode to Mother Teresa'।
সালমান ইনস্টাগ্রামে যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে নিজের আঁকায় 'ফাইনাল টাচ' দিতে ব্যস্ত তিনি। সেটাও দাবাং স্টাইলে! কখনও শুয়ে, কখনও দাঁড়িয়ে ছবি আঁকার তুলি চালাতে দেখা গেল সালমান খানকে। এই ভিডিও উপলক্ষে একটি বিশেষ বার্তাও শেয়ার করেন তিনি। এটা আবার 'বিগ বস' স্টাইলে! ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, "আপনি যা ইচ্ছে হয় করুন, শুধু মাকে কষ্ট দেবেন না…নারী দিবসের শুভেচ্ছা!"
এর আগে এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, 'আমি যেমন সিনেমার মাধ্যমে, গানের মাধ্যমে বিশেষ বার্তা তুলে ধরি তেমনই আমি কখনও বার্তা প্রকাশের জন্য বেছে নেই খালি ক্যানভাস আর রং'।
সালমানের আঁকার প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। 'ভাইজান আঁকেও তো দারুণ', 'সেরা ছবি', 'সত্যি কত গুণ, এই কারণেই আমার এত প্রিয়', 'সালমান মানুষ হিসেবে যে ভালো তা প্রমাণ করে তাঁর আকা ছবি'-র মতো নানা কমেন্ট পড়েছে সেখানে।
কাজের সূত্রে আপাতত 'টাইগার ৩'-র শ্যুটে ব্যস্ত আছেন সলমন খান। এরপর তাকে দেখা যাবে 'কাভি ঈদ কাভি দিওয়ালি', 'কিক ২', 'টাইগার ৩' ছবিতে।