অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দিবে কানাডা
অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। দেশে কিংবা বিদেশে এই ভ্যাকসিন নিতে আগ্রহী কোনো অংশীদার খুঁজে না পাওয়ায় দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।
২০২০ সালে কানাডা অ্যাস্ট্রেজেনেকার সঙ্গে দুই কোটি ভ্যাকসিন কেনার চুক্তি করে। ২০২১ সালের মার্চ থেকে জুনের মাঝামাঝি সময়ে ২৩ লাখ কানাডিয়ান অন্তত এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করে।
২০২১ সালের শুরুর দিকে অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন গ্রহণে রক্ত জমাট বেঁধে জীবননাশের হুমকির মতো বিতর্কের মুখে কানাডা অ্যাস্ট্রেজেনেকার পরিবর্তে ফাইজার বায়োএনটেক ও মডার্নার এমআরএনএ ভ্যাকসিন বিতরণে মনোযোগ দেয়।
একই বছরের জুলাইয়ে কানাডা প্রায় এক কোটি ৭৭ লাখ অতিরিক্ত ভ্যাকসিন ডোজ অন্যান্য দেশে বিতরণের প্রতিশ্রুতি দেয়। কিন্তু মঙ্গলবার কানাডার স্বাস্থ্যবিভাগ জানায় প্রতিশ্রুতি পূরণের ইচ্ছে থাকলেও এক কোটি ৩৬ লাখ ডোজ টিকা মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো ফেলে দিতে হচ্ছে।
ইউরোপে যখন আবারও আশঙ্কাজনকহারে কোভিড সংক্রমণ বাড়ছে, তখনই কানাডা এই ঘোষণার কথা জানাল। বুস্টার ডোজ নেওয়া কমে যাওয়ার পাশাপাশি বিধিনিষেধ তুলে দেওয়ায় সংক্রমণ আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা।
ইতোমধ্যে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, গ্রিস, নেদারল্যান্ডস এবং ডেনমার্কেও সংক্রমণ বাড়ছে। মূলত ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪ এবং বিএ.৫ এর কারণে সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। ব্রিটেনে এক সপ্তাহে সংক্রমণের হার ৩০ শতাংশ বেড়েছে।
সব মিলিয়ে কানাডা এখন পর্যন্ত অন্যান্য দেশে ৮৯ লাখ ডোজ অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন পাঠিয়েছে। এর মধ্যে ৪৮ লাখ ডোজ নিজেদের মূল মজুদ থেকে এবং ৪১ লাখ ডোজ ভ্যাকসিন কোভ্যাক্স ভ্যাকসিন বন্টন প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
- সূত্র: গার্ডিয়ান