নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশকে সার্বজনীন মানবাধিকার ঘোষণা জাতিসংঘের
নির্মল, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশে বসবাসের সুযোগকে সার্বজনীন মানবাধিকারের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
গত বৃহস্পতিবার এই স্বীকৃতির প্রস্তাবনাটি ১৬১ সদস্য রাষ্ট্রের ভোটে পাস হয়। ভোটদানে বিরত ছিল অপর ৮ সদস্য।
গত বছর জাতিসংঘের মানবাধিকার পরিষদও প্রায় একই রকম একটি প্রস্তাবনা পাস করে। এর ভিত্তিতে সকল সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানকে সকলের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের চেষ্টা জোরদার করার আহ্বান জানানো হয়। সাম্প্রতিক প্রস্তাবনাটিও তার আদলে প্রস্তুত করা হয়েছিল।
সাধারণ পরিষদের সিদ্ধান্তকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই মাইলফলক অর্জন প্রমাণ করে জলবায়ু পরিবর্তন, বাস্তুসংস্থান হারিয়ে যাওয়া এবং দূষণের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হতে পারে।
তিনি বলেন, 'এই প্রস্তাবনা পরিবেশগত অনাচার দূরীকরণে, (পরিবেশের) সুরক্ষার ঘাটতি পূরণে সহায়তা করবে। একইসঙ্গে (পরিবেশ দূষণের কারণে) নারী, তরুণ, শিশু, আদিবাসী জনগোষ্ঠী এবং পরিবেশ ও মানবাধিকার কর্মী– যেসব মানুষের জীবন বিপন্ন, তাদের ক্ষমতায়ন করবে'।
এই সিদ্ধান্তে সমর্থন সদস্য রাষ্ট্রগুলির দেওয়া পরিবেশগত সুরক্ষা ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতিগুলির বাস্তবায়নে গতি আনবে বলেও আশাপ্রকাশ করেন গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় এই অধিকারকে সার্বজনীন স্বীকৃতি দিয়ে- সকলের জন্য এই অধিকার লাভকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে'।
তবে প্রস্তাবনাটির স্বীকৃতি একটি শুরুমাত্র; প্রকৃতঅর্থে এটি সবার জন্য নিশ্চিত করতে দেশগুলির প্রতি জানানো আহ্বানে জোর দেন তিনি।
- সূত্র: নিউজ ডট ইউএন ডটঅর্গ