নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চির ৩ বছরের সশ্রম কারাদণ্ড
মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রাক্তন নেত্রী অং সান সু চি নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) মিয়ানমারের এক বিচারক তাকে তিন বছরের কঠোর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। খবর রয়টার্সের।
গত বছরের সেনা অভ্যুত্থানের পর থেকে বন্দিদশায় আছেন সু চি। ইতোমধ্যে ১৭ বছরেরও বেশি সময়ের জন্য কারাদণ্ড পেয়েছেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি।
২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চি জালিয়াতি করেছেন বলে অভিযোগ আনা হয়। সেবছর সামরিক বাহিনীর একটি দলের বিরুদ্ধে নির্বাচনে বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয় সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, সু চির পাশাপাশি মিয়ানমারের পদচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্টকেও একই সাজা দেওয়া হয়েছে।
নির্বাচনের পর সু চির এনএলডিকে নতুন সরকার গঠন করা থেকে বিরত রাখতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
তবে, এনএলডি বরাবরই এই জালিয়াতির কথা অস্বীকার করে এসেছে।
৭৬ বছর বয়সী সু চি দুর্নীতি এবং উসকানি থেকে শুরু করে অফিসিয়াল গোপনীয়তা ফাঁস করা পর্যন্ত একাধিক অভিযোগে এক বছরেরও বেশি সময় ধরে বিচারের মুখোমুখি হচ্ছেন। এসব অভিযোগের সর্বোচ্চ সাজা ১৯০ বছরেরও বেশি।