থাইল্যান্ডে ডে-কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলিতে ২২ শিশুসহ নিহত ৩৪
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে শিশুদের একটি ডে-কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলিতে ৩৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২২ শিশু রয়েছে বলেও জানা গেছে।
বন্দুকধারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গুলি চালানোর পর বন্দুকধারী নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'নঙ বুয়া লাম্পু প্রদেশের উথাইসাওয়ান না ক্লাং জেলায় একটি শিশু পরিচর্যা কেন্দ্রে গুলি চালানো হয়।'
বিবৃতিতে বলা হয়, 'বন্দুকধারীর গুলিতে অন্তত ৩০ জনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন'।
বিবৃতিতে যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে আটক করতে কর্তৃপক্ষকে নির্দেশও দেন থাই প্রধানমন্ত্রী। তবে বন্দুকধারী এর আগেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
- সূত্র: রয়টার্স ও সিএনএন