আটকের সময় ইউক্রেনে পালানোর পথে ছিল মস্কোর কনসার্টে হামলাকারীরা: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর কাছে একটি কনসার্টে হামলাকারী চার ব্যক্তিকে আটকের সময় তারা ইউক্রেনের দিকে যাচ্ছিল। তিনি বলেন, ওই চারজন সীমান্ত পাড়ি দেওয়ার পরিকল্পনা করছিল।
শনিবার (২৩ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেনের অংশে কিছু লোক তাদেরকে রাশিয়া থেকে সীমান্ত অতিক্রম করতে দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর ক্রকাস সিটি হলের কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। এ হামলায় কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার বিষয় অস্বীকার করেছে ইউক্রেন।
'তারা লুকিয়ে ইউক্রেনের দিকে যেতে চেয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের সীমান্ত পাড়ি দেওয়ার জন্য ইউক্রেনের অংশ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল,' বলেন পুতিন।
'সকল অপরাধী, সংগঠক এবং এ হামলার যারা নির্দেশ দিয়েছিল, তাদের যথাযথ ও অনিবার্য শাস্তির মুখে আনা হবে। এ সন্ত্রাসীদের পেছনে যারা আছে, তাদের চিহ্নিত করে আমরা শাস্তি দেব,' বলেন পুতিন।
আগামীকাল রোববার (২৪ মার্চ) রাশিয়া হামলায় নিহতদের স্মরণে শোকদিবস পালন করবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।