চীনা বেলুন নিয়ে 'সুর বদল' বাইডেনের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
মার্কিন কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়নে চীনকে আক্রমণ শানিয়েছিলেন। আর এবার চীন নিয়ে কিছুটা যেন সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন দাবি করলেন, মার্কিন আকাশসীমায় চলে আসা চীনা বেলুন দেশের নিরাপত্তা লঙ্ঘনের ক্ষেত্রে বড় কোনো হুমকি ছিল না। চীনের সঙ্গে এই নিয়ে আলাপচারিতা জারি রাখার প্রচেষ্টা জারি রেখেছেন বাইডেন। দুই দেশের মধ্যে উত্তেজনা যাতে না বাড়ে, সেই দিকে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে বাইজেন জানিয়ে দিয়েছেন যে চীনা বেলুনকে গুলি করে নামানোর বিষয়ে তাঁর কোনো অনুতাপ নেই। বাইডেন বলেন, 'এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমাদের আকাশসীমায় চলে এসেছিল চীনা বেলুনটি। আমাদের আকাশসীমায় কিছু এলে আমরা যা ইচ্ছে করতে পারি।'
সম্প্রতি আমেরিকার আকাশে উড়তে থাকা চীনা বেলুনটিকে মিসাইল ছুড়ে সমুদ্রে নামিয়েছে বাইডেন প্রশাসন। এবার সেই বেলুন নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে এক রিপোর্টে। রিপোর্টে দাবি করা হয়, ভারত ও জাপানসহ বেশ কয়েকটি দেশকে নিশানা করেছে চীনের এই 'গুপ্তচর' বেলুন। এই আবহে ৪০টি 'বন্ধুরাষ্ট্র'কে সতর্ক করেছে আমেরিকা।
উল্লেখ্য, প্রথম থেকেই অভিযোগ ছিল, হোয়াইট হাউজের গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চীনের গুপ্তচর বেলুন। আমেরিকার পর পর লাতিন আমেরিকার আকাশেও দেখা গিয়েছিল সেই বেলুনটি। এই পরিস্থিতিতে আমেরিকা এবং চীনের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন তাঁর চীন সফর বাতিল করেছেন।
এদিকে চীনের দাবি, বেলুনটি তাদেরই। কিন্তু তা উড়তে উড়তে হাওয়ায় কোনোভাবে আমেরিকার আকাশে ঢুকে পড়েছে। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনো যোগ নেই বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি বেলুনটিকে গুলি করে ভূপতিত করার বিষয়ে মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেছে বেইজিং। চীন জানায়, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে বেলুনটি ব্যবহার করা হচ্ছে।
এই আবহে কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়ন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের ভাষণে সরাসরি হুঁশিয়ার করেন চীনকে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি চীনের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে আমেরিকার স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং বিশ্বের উপকার হতে পারে সেখানে চীনের সঙ্গে কাজ করব। তবে কোনো ভুল করবেন না। আমরা গত সপ্তাহে যা দেখলাম, তারপর স্পষ্ট করে দিয়েছি, চীন যদি আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে, আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য কাজ করব। এবং আমরা তা-ই করেছি।'