পাকিস্তানের আমলা-রাজনীতিবিদদের বিদেশি উপহারের ওপর নিষেধাজ্ঞা পড়লো
পাকিস্তানের মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ এবং আমলারা সর্বোচ্চ ৩০০ ডলার সমমূল্যের (পাকিস্তানি মুদ্রায় প্রায় ৮০,০০০ রুপি) বিদেশি উপহার নিজেদের কাছে রাখতে পারবেন। এরচেয়ে বেশি মূল্যের উপহার রাখার অনুমতি তাদেরকে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী আরও জানান, তোশাখানার পুরো রেকর্ড জনসাধারণের সামনে তুলে ধরা হবে। খবর ডনের।
মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী হাউসে এক সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, "কাউকে ৩০০ ডলারের বেশি মূল্যের রাষ্ট্রীয় উপহার রাখতে দেওয়া হবে না। তোশাখানার রেকর্ড জনসাধারণের সামনে আনা হবে; মন্ত্রিপরিষদ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে বিদেশি উপহার সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং তা সকলেই দেখতে পাবেন।"
প্রধানমন্ত্রী জানান, রাষ্ট্রীয় সফরের সময় বিচারক এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা যে সমস্ত বিদেশি উপহার পান, তার বিস্তারিত তথ্য তোশাখানায় (রাষ্ট্রীয় উপহার ভাণ্ডার) সরবরাহ করেন না। কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য এবং আমলারাই এই প্রথা অনুসরণ করেন।
সুপ্রিম কোর্টের একজন বর্তমান বিচারকের সাম্প্রতিক অডিও ফাঁস হওয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অডিওটি তার দল 'পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ' (পিএমএল-এন)-এর বিরুদ্ধে কিছু বিচারকের পক্ষপাতিত্বের প্রমাণ করেছে।
"আমরা বিচার বিভাগকে সম্মান করি, কিন্তু সেখানে যেকোনো ধরনের পক্ষপাতিত্ব হলে আমরা চোখ বন্ধ রাখতে পারি না," বলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালা বাড়িকে আদালতের নিয়মিতকরণের বিষয়ে শাহবাজ শরিফ বলেন, আদালত সাবেক প্রধানমন্ত্রীর ওই বাড়ি নিয়মিত করলেও তার দ্বারা গরিবদের ঘরবাড়ি ভেঙে ফেলার বিষয়টি উপেক্ষা করে গেছেন।
এছাড়া, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়াতে নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার এখনও পর্যন্ত নির্বাচন সম্পর্কে তাদের অবস্থান জানায়নি। "এটি আমার এখতিয়ারে নেই," যোগ করেন তিনি।