যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা
ইউক্রেনে ঘটা যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী এমন অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
ইউক্রেনে গত এক বছর ধরে চলা যুদ্ধে কোনো প্রকার আগ্রাসনের অভিযোগ সবসময়ই প্রত্যাখ্যান করেছে মস্কো।
ইউক্রেন থেকে রাশিয়ান ফেডারেশনে শিশুদেরকে অনৈতিকভাবে বিতাড়ন ও সাধারণ মানুষদেরকে অনৈতিকভাবে সরিয়ে দেওয়ার সন্দেহে আইসিসি পুতিনের গ্রেপ্তারের এ পরোয়ানা জারি করেছেন।
এর আগে এ সপ্তাহের শুরুতে রয়টার্স জানিয়েছিল, আন্তর্জাতিক আদালতের পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনা রয়েছে। এ প্রথমবারে মতো ইউক্রেন যুদ্ধ নিয়ে তদন্ত চালাচ্ছে আইসিসি।
এছাড়া পুতিনের পাশাপাশি রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেকসেভনা ভোভা-বেলোভার বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।