কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মেয়াদ আরও ২ মাস বাড়ল: এরদোয়ান
কৃষ্ণ সাগর দিয়ে শস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বুধবার (১৭ মে) এক টেলিভিশন বক্তৃতায় তিনি এ তথ্য জানান। চুক্তির অধীনে থাকা একটি ইউক্রেনীয় বন্দর থেকে সর্বশেষ জাহাজটি ছেড়ে যাওয়ার পর মেয়াদ বাড়ানোর এ খবর জানা গেল।
এ চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্য বহির্বিশ্বে রপ্তানি করা হয়। আগামীকাল বৃহস্পতিবার চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
নিজের বক্তব্যে এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের দুই নেতা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই মেয়াদ বৃদ্ধির খবরের বিষয়ে পরে মন্তব্য করবেন।
জাতিসংঘ ও তুরস্ক গত বছরের জুলাই মাসে বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলার লক্ষ্যে কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মধ্যস্থতা করে। প্রাথমিকভাবে চুক্তিটি করা হয়েছিল ১২০ দিনের জন্য।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন। কিন্তু দেশটির ওপর রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
গত নভেম্বরে আরও ১২০ দিনের জন্য মস্কো চুক্তি বাড়াতে সম্মত হয়। এরপর ২০২৩ সালের মার্চে নতুন করে ৬০ দিনের জন্য তথা ১৮ মে পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায়। তবে রাশিয়া এর সঙ্গে তাদের কৃষিপণ্য রপ্তানিবিষয়ক কিছু শর্তও জুড়ে দেয়।
কৃষ্ণ সাগরের শস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে প্রায় ৩০.৩ মিলিয়ন মেট্রিক টন শস্য ও খাদ্যদ্রব্য সারাবিশ্বে রপ্তানি করা হয়েছে।
এর মধ্যে প্রায় ছয় লাখ ২৫ হাজার মেট্রিক টন ছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আফগানিস্তান, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, ও ইয়েমেনে পাঠানো সহায়তা।