এক আমেরিকান না যাওয়ায় টাইটানে আসন পান পাকিস্তানি ব্যবসায়ী
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে গত এক বছর ধরে মার্কিন বিনিয়োগকারী জে ব্লুমকে রাজি করানোর চেষ্টা করেন ওশানগেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্টকটন রাশ। ব্লুমকে নিজের কোম্পানির সাবমেরিন টাইটানের দুটি টিকেট কেনার প্রস্তাব দেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্লুম জানান, এই সমুদ্রযাত্রা নিয়ে তিনি কৌতূহলী ছিলেন। তার ছেলে শন (২০) শৈশবে টাইটানিকের গল্প শুনে মুগ্ধ হয়েছিল।
কিন্তু টাইটান সাবমেরিন সম্পর্কে যত পড়তে লাগলেন, ততই তিনি এর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। তাই তিনি ব্যস্ততা দেখিয়ে বিনীতভাবে অভিযানের শেষ মুহূর্তে নিজেদের নাম সরিয়ে নেন।
তাদের পরিবর্তে সে দুই আসন বরাদ্দ করেন পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান। যারা রাশ এবং অন্য দুই যাত্রীর সাথে অভিযানে গিয়ে প্রাণ হারান।
অভিযানের দুই সপ্তাহ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ব্লুমের বন্ধু অভিনেতা ট্রিট উইলিয়ামস। এ ট্রাজেডি তাকে স্মরণ করিয়ে দেয়, জীবনে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ।
ব্লুম বলেন, 'যতবারই আমি সেই পাকিস্তানি ব্যবসায়ী এবং তার ১৯ বছর বয়সী ছেলের ছবি দেখি, আমার মনে হয়, তাদের জায়গায় আমি এবং আমার ২০ বছরের ছেলেও থাকতে পারতাম ।
বৃহস্পতিবার, মার্কিন কোস্ট গার্ড টাইটানের অংশ খুঁজে পাওয়ার ঘোষণা দেওয়ার পর ব্লুম রাশের সঙ্গে তার কথোপকথনের কিছু অংশ ফেসবুকে পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, ভ্রমণটি বিপজ্জনক হওয়ার ধারণা উড়িয়ে দিয়েছেন রাশ।
রাশ এক জায়গায় লেখেন, 'যদিও স্পষ্টতই ঝুঁকি রয়েছে, তবে হেলিকপ্টারে ওঠা কিংবা স্কুবা ডাইভিংয়ের চেয়েও নিরাপদ'। গত ৩৫ বছরে বেসামরিক সাবমেরিনে কেউ হতাহত হয়নি বলেও উল্লেখ করেন রাশ।
তারপরও ব্লুমের মন সায় দেয়নি। টাইটানে ব্যবহৃত ভোক্তা পর্যায়ের সাধারণ যন্ত্রাংশ, সাবমেরিন নিয়ন্ত্রণে ভিডিও গেম খেলার জয়স্টিকের ব্যবহার নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিলেন তিনি। ব্লুমের কাছে সবচেয়েূ ভয়ানক ছিল, জরুরি অবস্থাতেও ভেতর থেকে সাবমেরিনটি খুলতে না পারার বিষয়টি।
এই ব্যবসায়ী বলেন, স্টকটন রাশের অভিযানে কি কি হতে চলেছে সে বিষয়ে আমি যত জেনেছি তত বেশি উদ্বিগ্ন হয়েছি।
রাশের সাথে ২০০৯ সালে ওশানগেট প্রতিষ্ঠা করা গুয়েলারমো সোনলেইন বলেন, রাশ গভীর সমুদ্রে অভিযানের বিপদ সম্পর্কে 'তীক্ষ্ণভাবে সচেতন' ছিলেন ও ঝুঁকি এড়াতে চেয়েছেন।
তবে ২০১৮ সালেই টাইটানের ডিজাইনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এই খাতের বিশেষজ্ঞরা এবং রাশের সংস্থার সাবেক এক কর্মী।
ব্লুম বলেন, 'রাশের আত্মবিশ্বাস অটুট ছিল। এটি ছিল তার স্বপ্ন । তিনি একজন ভালো লোক, আমি তাকে সত্যিই পছন্দ করতাম। এবং আমি মনে করি তার উদ্দেশ্য ভালো ছিল। কিন্তু তিনি নিজের কুল-এইড পান করেছেন।' ঝুঁকি থাকা সত্ত্বেও বিনিময়ে বেশি প্রাপ্তির আশায় কোন কাজ করার ক্ষেত্রে অপশব্দ হিসেবে কুইল-এইড ব্যবহার করা হয়।