রাশিয়ার নির্বাচনী ব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম সেরা: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার বলেছেন, দেশটির নির্বাচনী ব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম সেরা হিসাবে বিবেচিত হতে পারে, কেননা এর প্রক্রিয়াগুলো স্বচ্ছ এবং জনগণের স্বার্থের সাথে দৃঢ়ভাবে সন্নিবেশিত। খবর তাস-এর।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এক ভিডিও বক্তব্যে পুতিন বলেন, "মূলত এ বছর আমরা রাশিয়ার নির্বাচনী ব্যবস্থার ৩০তম বার্ষিকী উদযাপন করছি।"
"একে বিশ্বের অন্যতম সেরা পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয়, কেননা এটি নাগরিকদের জন্য স্বচ্ছ নির্বাচন পদ্ধতির উপর ভিত্তি করে রচিত এবং নির্বাচনী আইনের মানদণ্ড, জাতীয় স্বার্থের সুরক্ষা, রাশিয়ার সার্বভৌমত্ব এবং স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারের সাথে দৃঢ়ভাবে সন্নিবেশিত।"
রাশিয়ান প্রেসিডেন্ট গুরুত্বের সাথে বলেন, জনগণই রাশিয়ার ক্ষমতার উৎস এবং এর জাতীয় উন্নয়নের সংজ্ঞা প্রদান করে।
রাশিয়ার শীর্ষ নেতা আরও বলেন, "নাগরিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার- নির্বাচন করা এবং নির্বাচিত হওয়া নিশ্চিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভূমিকা রাখে, সেজন্য এটি প্রশংসার দাবিদার।"
নির্বাচনের গুরুত্ব এবং প্রত্যেক নাগরিকের অংশগ্রহণে সচেতনতা সৃষ্টির জন্য কমিশনের গৃহীত উদ্যোগের কথাও উল্লেখ করেন পুতিন।
এটি রাশিয়ান রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিদেশে থাকা সহকর্মীদের সাথে যোগাযোগ বজায় রাখে এবং সামাজিক-রাজনৈতিক সংলাপ ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে, যোগ করেন তিনি।
প্রসঙ্গত, রাশিয়ান নির্বাচনের সর্বোচ্চ কর্তৃপক্ষ, তথা কেন্দ্রীয় নির্বাচন কমিশন ১৯৯৩ সালের ২৪ সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের জারি করা একটি ডিক্রির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।