গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী: ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এতে এমন বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে, যা দশকের পর দশক স্থায়ী হতে পারে।
ল্যাভরভ সতর্ক করে বলেন, 'ইসরায়েল ও বিদেশি (পশ্চিমা) কিছু রাষ্ট্রের রাজনীতিবিদরা বলছেন, গাজাকে ধবংস করে ২০ লাখের বেশি মানুষকে বহিস্কার করতে। আর সেটি বাস্তবায়ন করা হলে, এমন বিপর্যয় তৈরি হবে যা দশকের পর দশক ধরে অব্যাহত থাকবে।'
বেলারুশের রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা বেল্টা-কে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, 'আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানালেও, সেজন্য কেউ অব্যাহতভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে তার প্রতিক্রিয়া জানাবে, এটা সমর্থন করি না। কোন জায়গায় বেসামরিক নাগরিক ও জিম্মিরা আছেন জেনেও সেখানে নির্বিচারে শক্তি প্রয়োগ- এ ধরনের লঙ্ঘনের মধ্যে পড়ে।'
আজ শনিবার (২৮ অক্টোবর) প্রচারিত এ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অধিকাংশ বাসিন্দাসহ গাজাকে সম্পূর্ণ ধব্বংস না করে – ইসরায়েলের অঙ্গীকার অনুযায়ী – হামাসকে ধবংস করা অসম্ভব।