হামাসের প্রচণ্ড প্রতিরোধের মুখে গাজায় এক ডজনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত
হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর এক ডজনেরও বেশি সেনা নিহত হয়েছে। আজ রোববার (২৪ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
গত অক্টোবরের শেষদিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। কিন্তু, এখনও হামাসকে নির্মুলের লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং, হামাস যোদ্ধারা প্রচণ্ড প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন।
ইসরায়েলি অভিযান শুরুর পরে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী কিছু লড়াই চলছে। আর তাতেই এসব সেনাসদস্য নিহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার ও শনিবারে মধ্য ও দক্ষিণ গাজায় লড়াইয়ে ১৩ সেনা নিহত হয়। অপরদিকে, একটি সামরিক যানে হামাসের ছোঁড়া অ্যান্টি-ট্যাংক মিসাইল আঘাত হানলে নিহত হয় আরও চার সেনা। বাকিরা অন্যান্য স্থানে সংগঠিত বিক্ষিপ্ত লড়াইয়ে নিহত হয়েছেন। তবে বিক্ষিপ্ত লড়াইয়ে নিহতদের সংখ্যা প্রকাশ করা হয়নি। এনিয়ে গাজা যুদ্ধে মোট ১৫২ সেনা নিহতের কথা প্রকাশ করেছে ইসরায়েল।
ইসরায়েলের নির্বিচার হামলা ও যুদ্ধাপরাধের মধ্যেও হামাস যে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে এটি তারই ইঙ্গিত।
এছাড়া, লেবানন সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে সংঘর্ষে নিহত হয়েছে আরেক ইসরায়েলি সেনা।
ইসরায়েলের হামলায় এপর্যন্ত গাজায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং বাস্তুচ্যুত হয়ে পড়েছেন মোট ২৩ অধিবাসীর ৮৫ শতাংশ। কিন্তু, তারপরেও ইসরায়েল তাঁর ঘোষিত লক্ষ্য অর্থাৎ হামাসের সরকার পরিচালনা ও সামরিক সক্ষমতাকে গুঁড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। হামাসের হাতে বন্দি ১২৯ ইসরায়েলিকেও এই অভিযানের মাধ্যমে মুক্ত করতে পারেনি তেল আবিব।
রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আহত হয়েছেন আরও ৩৮৪ জন।