হামাসের অতর্কিত হামলায় গাজায় আট ইসরায়েলি সেনা নিহত
গাজার দক্ষিণে হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের আটজন সেনা নিহত হয়েছে।
গতকাল শনিবার (১৫ জুন) পশ্চিম রাফা শহরের তাল আস-সুলতান জেলায় হামাসের আল-কাসাম ব্রিগেড এই হামলা চালায়।
এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, তাঁদের সেনারা পশ্চিম রাফা শহরের তাল আস-সুলতান জেলায় ইসরায়েলি সেনাদের গাড়িতে অতর্কিতে হামলা চালালে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা মারা যায়, কয়েকজন আহত হয়।
বিবৃতিতে আরো বলা হয়, তারা ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে প্রথমে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করার পর সেখানে ওৎপেতে থাকা তাঁদের আরেকটি সমর্থক বাহিনী গুলি চালায়।
ইসরায়েলে সেনাবাহিনী এক বিবৃতিতে গাজার দক্ষিণে আট সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। হামলাটি কীভাবে সংগঠিত হয়েছে তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি।
গত ২৭ অক্টোবর স্থল অভিযান শুরুর পর গাজায় এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার।
আন্তর্জাতিক মহলের নিন্দা ও যুদ্ধবিরতির চাপ সত্ত্বেও গাজার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।
গতকাল হামাসের ভয়াবহ অতর্কিত হামলার পর রাফার তাল আস-সুলতান এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী সেখানে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং ভেঙে দিয়েছে। তিনটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফাতে হামাসের অতর্কিত হামলাকে গাজায় ইসরায়েলের "ন্যায় যুদ্ধের" জন্য "আরেকটি ভারী মূল্য" হিসেবে অভিহিত করেছেন।