ইসরায়েল শর্ত মানলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি সম্ভব: হামাস
কায়রোতে স্পর্শকাতর বিষয়টি নিয়ে পুনঃআলোচনা শুরুর আগে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ইসরায়েল যদি হামাসের দাবি মেনে নেয় যেমন: বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরিয়ে আনা এবং মানবিক সহায়তা বাড়ানো; তাহলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি (যুদ্ধবিরতি) চুক্তির পথ প্রশস্ত হবে।’
হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রবিবার (৩ মার্চ) এএফপিকে বলেন, চলমান আলোচনায় হামাসের দাবি মেনে নিলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত হতে পারে।
কায়রোতে স্পর্শকাতর বিষয়টি নিয়ে পুনঃআলোচনা শুরুর আগে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, 'ইসরায়েল যদি হামাসের দাবি মেনে নেয় যেমন: বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরিয়ে আনা এবং মানবিক সহায়তা বাড়ানো; তাহলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি (যুদ্ধবিরতি) চুক্তির পথ প্রশস্ত হবে।'
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি