পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ
দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন শাহবাজ শরিফ। জাতীয় নির্বাচনের প্রায় চার সপ্তাহ পরে আজ সোমবার (৪ মার্চ) ইসলামাবাদে প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন।
ঐতিহ্যবাহী কালো শেরওয়ানি পরে শপথবাক্য পাঠ করেন ৭২ বছরের শাহবাজ। শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। পাকিস্তানের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের (পার্লামেন্টের সাধারণ বা নিম্নকক্ষ) নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দেশটির অন্যতম বৃহৎ দল পাকিস্তান তেহরিক -ই- ইনসাফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন। পিটিআইয়ের প্রার্থীরা তাঁদের দলের নির্বাচনী প্রতীক ব্যাট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ফলে তাঁদের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করেন, এবং সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেন।
দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজকে (পিএমএল-এন)। এই অবস্থায়, সেনাবাহিনীর সমর্থনপুষ্ট পিএমএল-এন জোট সরকার গঠনের দৌড়ে এগিয়ে যায়। নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জোটবদ্ধ হয় পিএমএল-এন।
পিপিপির সমর্থন লাভের পরে জাতীয় পরিষদের প্রথম অধিবেশনে শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন আইনপ্রণেতারা। যদিও এর তীব্র বিরোধিতা করেন ইমরান খানের সমর্থক আইনপ্রণেতারা, যারা সুন্নি ইত্তেহাজ কাউন্সিল (এসইসি) রাজনৈতিক দলে যোগ দিয়েছেন।
মূলত, সংরক্ষিত আসন পেতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেয় পিটিআই। স্বতন্ত্র ৯২ জন সংসদ সদস্যের মধ্যে ৮৯ জন সুন্নি ইত্তেহাদে যোগ দেন। যদিও তাঁরা নির্বাচন কমিশনের কাছে ১০টি সংরক্ষিত আসন চেয়েও এখনো বরাদ্দ পাননি।