প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিল ফ্রান্স
বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স।
নারীদের গর্ভপাতের 'স্বাধীনতাকে নিশ্চয়তা' দিয়ে ফ্রান্সের ১৯৫৮ সালের সংবিধানে সংশোধনী আনার জন্য ভোট দেন দেশটির পার্লামেন্টের সদস্যরা।
গর্ভপাতকে সাংবিধানিক অধিকার স্বীকৃতি দেওয়া-সংক্রান্ত এই বিলের পক্ষে পড়েছে ৭৮০টি ভোট। বিপক্ষে গেছে ৭২টি ভোট।
গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার এ ঘটনাকে 'ফরাসি গর্ব' বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এর মধ্য দিয়ে গর্ভপাতের বিষয়ে নারীদের অধিকার নিয়ে সারা বিশ্বে বার্তা পৌঁছাল বলে মন্তব্য করেন তিনি।
তবে এই পরিবর্তনের কড়া সমালোচনা করেছেন গর্ভপাতবিরোধীরা।
ফ্রান্সে ১৯৭৫ সাল থেকেই গর্ভপাত বৈধ। বিভিন্ন জরিপে উঠে এসেছে, ফ্রান্সের প্রায় ৮৫ শতাংশ মানুষ গর্ভপাত করানোর অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পক্ষে।
বিভিন্ন দেশে সন্তান জন্মদানের অধিকারকে নিজের সংবিধানে অন্তর্ভুক্ত করলেও ফ্রান্সই প্রথম দেশ হিসেবে গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দিল।
গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ১৯৫৮ সালে প্রণীত ফ্রান্সের সংবিধানে ২৫তম সংশোধনী আনা হলো। এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির সংবিধান সংশোধন হয়।
এ সংশোধনীর পর প্যারিসের আইফেল টাওয়ারে ভেসে ওঠে 'আমার শরীর আমার পছন্দ' লেখা বার্তা।