রাশিয়ায় স্কুলের নতুন পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান
রাশিয়ায় স্কুলের নতুন এক পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করা হয়েছে। একইসাথে এতে ইউক্রেন যুদ্ধ ও ইতিহাস নিয়ে বিতর্কিত তথ্য উপস্থাপনের অভিযোগ উঠেছে। খবর বিবিসির।
মূলত 'ফান্ডামেনটালস অব সিকিউরিটি এন্ড ডিফেন্স অফ দ্য মাদারল্যান্ড' নামের নতুন একটি বিষয়ের জন্য বইটি লেখা হয়েছে। আগে এর নাম ছিল 'ফান্ডামেনটালস অব সেইফ লিভিং'।
বিষয়টি দেশটির ও ইউক্রেনে দখলকৃত অঞ্চলের হাই স্কুলের ১৫ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এটি পাঠদান করা হবে।
সাবেক রুশ সৈন্যরা স্কুল শিক্ষার্থীদের বিষয়টি পড়াবেন। এক্ষেত্রে মস্কো যুদ্ধফেরত সৈন্যদের ইতোমধ্যেই শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ প্রদান করছে।
বইটিতে সোভিয়েত শাসক জোসেফ স্টালিনের ভূয়সী প্রশংসা করা হয়েছে। একইসাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ায় বিজয়কে গৌরবের সাথে তুলে ধরা হয়েছে।
বইটিতে ২০১৪ সালে ক্রিমিয়ান উপদ্বীপ দখলে রাশিয়ান সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করা হয়েছে। একইসাথে এটিকে 'রাশিয়ার সাথে ক্রিমিয়ার পুনর্মিলন' বলে অভিহিত করা হয়েছে।
বইয়ে ইউক্রেনে রুশ অভিযানকে 'স্পেশাল মিলিটারি অপারেশন' বলে উল্লেখ করা হয়েছে। যদিও পশ্চিমা দেশগুলো এটিকে পুরোপুরি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
বইটির আরেকটি অংশে রাশিয়ান সশস্ত্র বাহিনীর কাঠামো তুলে ধরা হয়েছে। সেখানে ১৮ বছরের বেশি বয়সীদের সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
পাঠ্যপুস্তকটিতে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র তালিকা এবং আবেদনপত্রের লিঙ্কগুলি উল্লেখ করা হয়েছে। এছাড়াও যোগদানের ফলে বিনামূল্যে চিকিৎসা সেবা, বীমা ও আকর্ষণীয় বেতন লাভের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
এদিকে গত দুই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে দুই পক্ষেরই বহু সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এক্ষেত্রে বিবিসি রাশিয়ান সার্ভিসের তথ্যমতে, চলমান যুদ্ধে ২০ বছরের নিচে থাকা কমপক্ষে ১,২৪০ জন রুশ সৈন্য নিহত হয়েছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান