বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার দায়ে ক্রিপ্টো মোগল ব্যাঙ্কম্যান-ফ্রাইডের ২৫ বছরের কারাদণ্ড
বর্তমানে দেউলিয়া ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সের গ্রাহকদের কাছ থেকে ৮ বিলিয়ন ডলার চুরি করার দায়ে ক্রিপ্টো মোগল স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইডকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আদালতের বিচারক লুইস কাপলান এ রায় দেন। এফটিএক্স গ্রাহকেরা আসলে টাকা হারাননি—ব্যাঙ্কম্যান-ফ্রাইডের এ দাবি নাচক করে দিয়ে আদালত তাকে শাস্তি দেন।
২০২২ সালে এফটিএক্সের পতন থেকে শুরু করে সাতটি জালিয়াতি ও ষড়যন্ত্রের জন্য দায়ের করা এক মামলায় গত বছরের ২ নভেম্বর ৩২ বছর বয়সী ব্যাঙ্কম্যান-ফ্রাইডকে দোষী সাব্যস্ত করেন জুরিরা। প্রসিকিউটররা এ ঘটনাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করেছেন।
বিচারক কাপলান বলেন, ব্যাঙ্কম্যান-ফ্রাইড এসব জালিয়াতির জন্য কোনো অনুশোচনা দেখাননি।
ব্যাঙ্কম্যান-ফ্রাইড অবশ্য সাক্ষ্য দেওয়ার সময় স্বীকার করেন যে এফটিএক্সের গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এফটিএক্সের সাবেক সহকর্মীদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। তবে তিনি কোনো অপরাধমূলক কাজ করার কথা স্বীকার করেননি।
এ সাজার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ব্যাঙ্কম্যান-ফ্রাইড।
আদালত ১১ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার আদেশ দিয়ে সেই সম্পত্তি থেকে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি দেন সরকারকে।
ফেডারেল প্রসিকিউটররা ব্যাঙ্কম্যান-ফ্রাইডের ৪০ থেকে ৫০ বছরের সাজা চেয়েছিলেন।
ফ্রাইডের বাবা-মা এক বিবৃতিতে জানিয়েছেন, তারা ছেলের জন্য আইনি লড়াই চালিয়ে যাবেন।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করা ব্যাঙ্কম্যান-ফ্রাইড বিটকয়েন ও অন্যান্য ডিজিটাল সম্পদের মূল্যবৃদ্ধির ওপর ভর করে ধনী হয়ে ওঠেন। বয় ৩০ হওয়ার আগেই তার সম্পদের নিট মূল্য দাঁড়ায় ২৬ বিলিয়ন ডলার।
ব্যাঙ্কম্যান-ফ্রাইড ২০১৯ সালে এফটিএক্স চালু করেন। প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় এফটিএক্সকে দেউলিয়া বলে ঘোষণা করার আবেদন করা হয়।