বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে এখন আমাদের লজ্জা লাগে: পাকিস্তানের প্রধানমন্ত্রী
'অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে, বাংলাদেশের দিকে তাকালে এখন লজ্জিত হই', বুধবার (২৪ এপ্রিল) করাচিতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শাহবাজ শরিফ বলেন, 'যখন আমি ছোট ছিলাম তখন তৎকালীন পূর্ব পাকিস্তানকে, পাকিস্তানের ওপর বোঝা হিসেবে দেখা হতো। কিন্তু শিল্প প্রবৃদ্ধিতে তারা এখন অসাধারণ অগ্রগতি সাধন করেছে। আর তাদের এ উন্নতির দিকে তাকালে এখন আমাদের লজ্জা লাগে'।
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির সিন্ধু সিএম হাউসে অর্থনীতির উন্নতির উপায় খুঁজতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ। ব্যবসায়ী নেতারা অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় শাহবাজ শরিফের দৃঢ় সংকল্পের প্রশংসা করলেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
পাকিস্তানের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোনিবেশ করারও পরামর্শ দেন করাচির ব্যবসায়ী সম্প্রদায়। তারা নতুন প্রধানমন্ত্রীকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করারও অনুরোধ জানান।
আইএমএফের সঙ্গে কাজ করে দেশের মুদ্রা বাজার কিছুটা স্থিতিশীল করায় ব্যবসায়ীরা সদ্য গঠিত সরকারের প্রশংসা করেন আরিফ হাবিব গ্রুপের প্রধান, আরিফ হাবিব।
তিনি প্রধানমন্ত্রী শাহবাজকে ভারতের সাথে বাণিজ্য আলোচনা শুরু করতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে কারাবন্দী পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, ভারতে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হওয়ার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপে ইসলামাবাদ তীব্র প্রতিক্রিয়া জানায়, যার ফলে কূটনৈতিক সম্পর্ক হ্রাস পায় এবং ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। ভারতের সঙ্গে সরাসরি বাণিজ্য সম্পর্কও ছিন্ন করেছে দেশটি।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন