যুক্তরাষ্ট্র অস্ত্র চালান বন্ধ করলে ইসরায়েল 'একাই পারবে': নেতানিয়াহু
গাজার দক্ষিণের শহর রাফাহতে ইসরায়েল বড় অভিযান চালালে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দেয়া স্থগিত করবে—মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ 'একাই পারবে'।
তিনি বলেন, "যদি প্রয়োজন হয়...আমরা একাই দাঁড়াবো। আমি বলেছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়েই লড়াই করব।"
ইতোমধ্যেই রাফাহতে বড় ধরনের স্থল অভিযান চালানোর আশঙ্কা থেকেই ইসরায়েলে ১ কোটি ৮০ লাখ ২ হাজার পাউন্ড (৯০৭ কেজি) ও ১৭ লাখ ৫০০ পাউন্ড ওজনের বোমার চালান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বাইডেনের হুঁশিয়ারি নাকচ করতে গিয়ে ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করে নেতানিয়াহু বলেন, "৭৬ বছর আগের সেই যুদ্ধে আমরা অনেকের বিরুদ্ধেই সংখ্যায় অল্প ছিলাম। আমাদের কাছে অস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমাদের চেতনা, বীরত্ব ও ঐক্য দিয়েই আমরা বিজয়ী হয়েছিলাম।"
নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি তার মিত্রদের বোঝা উচিত যে তাঁর দেশকে কাবু করা যাবে না। তারা শক্ত অবস্থানে থেকে লক্ষ্য অর্জন করবেন।
নেতানিয়াহুর এ মন্তব্যের আগেই জাতিসংঘ থেকে বলা হয়েছিল, ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই গত সোমবার থেকে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি রাফাহ থেকে পালিয়ে গেছে। ইসরায়েলি ট্যাংক রাফাহর চারপাশে অবস্থান নিয়েছে।
ইসরায়েলি বাহিনী মিশরের সাথে গাজার সংযোগ স্থল রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে সেটি বন্ধ করে দিয়েছে। রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়ার পর ইসরায়েল কেরেম শালম ক্রসিং খুলে দিলেও সেটি দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানোর কাজ বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদ মাধ্যম সিএনএন এর কাছে স্বীকার করেছেন, মার্কিন অস্ত্রগুলো গাজায় বেসামরিক লোকদের হত্যা করার জন্য ব্যবহার করেছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী বলেছে, তারা রাফাহতে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে সেখানে পূর্ণমাত্রায় আক্রমণ চালানোর বিষয়টি এখনও বাতিল করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
এর আগে সোমবার গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তিতে রাজি হয়েছিল হামাস। যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মিশর ও ইরান।
কিন্তু ইসরায়েল জানিয়েছিল, শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চালানোর মাঝেই দেশটির সামরিক বাহিনী রাফাহতে হামলা চালিয়েছে। এর আগে ফিলিস্তিনিদের রাফাহর কিছু অংশ খালি করতে সতর্ক করার পর বিমান হামলা চালায় ইসরায়েল।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়