পুতিনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন আরেকজন অর্থনীতিবিদ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (২০ মে) সাবেক উপ-অর্থমন্ত্রী ওলেগ সাভেলিভকে দেশটির নতুন উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সাভেলিভের নিয়োগকে যুদ্ধকালীন অর্থনীতির কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে পুতিনের পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
পুতিন গত সপ্তাহেই প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সের্গেই শোইগুকে সরিয়ে দিয়ে নিকোলাই পাত্রুশেভের জায়গায় নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব দিয়েছিলেন। শোইগুর পরিবর্তে রুশ অর্থনীতি বিশেষজ্ঞ ও সাবেক উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছিল।
পদক্ষেপটি প্রতিরক্ষা ব্যয়কে আরো কার্যকরী করতে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো স্বচ্ছ করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অতীতে শোইগুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসার পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ঘুষ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত করা হয়েছিল।
ওলেগ সাভেলিভ ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রুশ অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি অল্প সময়ের জন্য বর্তমান রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসুভের সহকারীর দায়িত্ব পালন করেছেন। বেলোসুভ তখন অর্থ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাশিয়া ক্রিমিয়ার দখল নেওয়ার পর সাভেলিভ ২০১৪-২০১৫ সালে ক্রিমিয়া-বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত পাঁচ বছর ধরে তিনি রুশ অ্যাকাউন্টস চেম্বারের একজন অডিটর (নিরীক্ষক) হিসেবে রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয়ের তদারকি করছেন।