জুলাইয়ে রাশিয়া সফর করবেন নরেন্দ্র মোদি: রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা
রাশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী— মঙ্গলবার (২৫ জুন) ক্রেমলিনের একজন কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-এ তথ্য জানিয়েছে।
একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, মোদি জুলাই মাসে রাশিয়া সফর করতে পারেন। ক্রেমলিন মার্চে বলেছিল, রাশিয়ায় আসার জন্য মোদির আমন্ত্রণ রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও তখন জানানো হয়েছিল।
স্নায়ুযুদ্ধের (কোল্ড ওয়ার) পর থেকেই ভারতের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে নয়াদিল্লির গুরুত্ব বেড়েছে।
পশ্চিমা দেশগুলোতে রুশ তেল বিক্রির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিষেধাজ্ঞার পর চীন ও ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হয়ে উঠেছে।
মোদির নেতৃত্বে ভারত ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের সমালোচনা এড়িয়ে গেছে। এর পরিবর্তে ভারত একটি শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
মোদির এই সফর তার তৃতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হওয়ার পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম সফর হবে। ২০১৯ সালে ভ্লাদিভোস্টকে একটি অর্থনৈতিক ফোরামের জন্য তিনি সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন।