ডান কান ছিঁড়ে বুলেট বেরিয়ে যাচ্ছে টের পেলাম: ট্রাম্প
পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ থেকে গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তকে বর্ণনা করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
ট্রুথ পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "মনে হলো, একটি গুলি আমার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হলো।"
"আমি টের পেলাম কিছু একটা খারাপ হচ্ছে; শোঁ শোঁ শব্দ, গুলির আওয়াজ শুনতে পেলাম এবং সাথে সাথে বুঝলাম বুলেটটি আমার ডান কানের চামড়া ছিঁড়ে বের হয়ে যাচ্ছে।"
"অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই আমি বুঝতে পারছিলাম কী ঘটছে," জানান ট্রাম্প।
এর আগে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার-এ নির্বাচনী প্রচারসভায় বন্দুকধারীর গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প।
এ ঘটনায় অন্তত একজন বন্দুকধারী ও প্রচারসভায় উপস্থিত একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন ট্রাম্প, তবে তা গুরুতর নয়।
সিক্রেট সার্ভিস বলেছে, সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন, গুলি করার সঙ্গে সঙ্গে তাকে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়েছে। একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন, ট্রাম্প 'ঠিক আছেন'।